দীর্ঘ এগারো সপ্তাহ পর ভারতীয় টেনিসের বিদ্রোহ আপাতাত মিটে গেল। শনিবার ১১ জনের বিদ্রোহী টেনিস জোটের খেলোয়াড়রা বিদ্রোহে ইতি টানার ঘোষণা করেন।

সর্বভারতীয় টেনিস সংস্থাকে (এআইটিএ) বিদ্রোহী টেনিস খেলোয়াড়রা জানিয়ে দেন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ২ এপ্রিল আসন্ন ডেভিস কাপ টাইয়ে তারা খেলবেন। এআইটিএর সিইও হিরন্ময় চ্যাটার্জি জানান, ই মেল মারফত সোমদেব দেববর্মন তাদের জানান ইন্দোনেশিয়ার বিরুদ্ধে টাইতে তারা খেলতে প্রস্তুত।
বিভিন্ন দাবিতে ফেডারেশনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ডেভিস কাপের ম্যাচ বয়কট করেন মহেশ ভূপতি, সোমদেব দেববর্মন সহ দেশের সেরা এগারোজন টেনিস খেলোয়াড়। লিয়েন্ডার পেজ অবশ্য সেই বিদ্রোহে সামিল হননি। বিদ্রোহী টেনিস খেলোয়াড়দের বিদ্রোহের ফলে ভারত ১-৪ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরে যায়। এই লজ্জার হারের পর চাপে পড়ে যায় দু পক্ষই। এরপরই বরফ গলার প্রক্রিয়া শুরু হয়।

English Title: 
Tennis rebellion ends, all available for Indonesia tie
Home Title: 

ভারতীয় টেনিসে বিদ্রোহের ঝড় থামল

No
11290
Is Blog?: 
No
Section: