দেশের টেনিস সঙ্কটে এআইটিএ`এর কাছে জবাব চাইল ক্রীড়ামন্ত্রক

দু`টির বদলে একটি দলকেই কেন লন্ডন অলিম্পিকের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন, সে নিয়ে সুস্পষ্ট জবাব দাবি করল কেন্দ্রের ক্রীড়ামন্ত্রক। এআইটিএ মঙ্গলবার ক্রীড়া মন্ত্রকের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করবে।

Updated By: Jun 18, 2012, 08:48 PM IST

দু`টির বদলে একটি দলকেই কেন লন্ডন অলিম্পিকের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন, সে নিয়ে সুস্পষ্ট জবাব দাবি করল কেন্দ্রের ক্রীড়ামন্ত্রক। এআইটিএ মঙ্গলবার ক্রীড়া মন্ত্রকের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করবে।
ভারতীয় টেনিসের অচলাবস্থায় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ দাবী করে অজয় মাকেনের কাছে চিঠি পাঠান মহেশ ভূপতি। তার জেরেই এআইটিএ`র কাছে জবাব চেয়েছে মন্ত্রক। চিঠিতে ভূপতি স্পষ্টই জানিয়েছিলেন তাঁর এবং বোপান্নার বিশ্ব র‍্যাঙ্কিং-এ সপ্তম স্থান কে উপেক্ষা করে ভারতীয় টেনিস বোর্ড কী ভাবে তাঁদের জুটি ভাঙতে চেয়েছে তা তাঁকে হতবাক করেছে। লিয়েন্ডারের সঙ্গে জুটি বাঁধতে অস্বীকার করায় এআইটিএ তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করে।
সোমবার নিজের সিদ্ধান্ত ভেবে দেখবার জন্য দ্বিতীয়বার ভূপতিকে মেল পাঠায় এআইটিএ। কিন্তু তাতেও মহেশ ভূপতি পরিষ্কার জানিয়ে দেন, একমাত্র বোপান্না খেললেই তিনি অলিম্পিকে যাবেন।
অন্যদিকে, মহেশ ভূপতির পর লিয়েন্ডার পেজের সঙ্গে খেলতে অস্বীকার করলেন রোহন বোপান্নাও। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনকে পাঠানো ই-মেলে বোপান্না জানিয়েছেন লন্ডন অলিম্পিকে তিনি লিয়েন্ডারের সঙ্গে জুটি বাঁধতে চান না।

.