India tour of South Africa: অধিনায়ক মারক্রমের নেতৃত্বে আগুনে দল! সিংহের দেশে এবার ভয়ংকর খেলা হবে

Temba Bavuma rested from ODIs Aiden Markram to lead white-ball squads: ভারতের পর এবার দক্ষিণ আফ্রিকাও তিন ফরম্য়াটের সিরিজের জন্য় দল ঘোষণা করে দিল।

Updated By: Dec 4, 2023, 03:59 PM IST
India tour of South Africa:  অধিনায়ক মারক্রমের নেতৃত্বে আগুনে দল! সিংহের দেশে এবার ভয়ংকর খেলা হবে
আগুনে স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলেছে (India Squad For South Africa Tour)। নেলসন ম্য়ান্ডেলার দেশে আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত খেলা হবে। দুই দেশ তিনটি টি-২০, তিনটি ওয়ানডে ও দু'টি টেস্ট খেলবে। গত বৃহস্পতিবার ভারত তিন ফরম্য়াটের দল ঘোষণা করে দিয়েছিল। আর ঠিক তিনদিন পরেই প্রোটিয়াজ মেন সাদা ও লাল বলের ক্রিকেটের আগুনে স্কোয়াড ঘোষণা করে দিল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে যে, ওডিআই ও টি২০ আই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে (Temba Bavuma)। সাদা বলের ক্রিকেটে বিশ্রামে কাগিসো রাবাদাও (Kagiso Rabada)। বাভুমার বদলে কুড়ি ও পঞ্চাশ ওভারের ফরম্য়াটে নেতৃত্বের ব্য়াটন উঠেছে আইদেন মারক্রমের ( Aiden Markram) হাতে। 

আরও পড়ুন: সাদা বলে 'রো-কো' জুটিই নেই! রিঙ্কু এবার ওডিআইতে, দলে পরতে পরতে চমক

দক্ষিণ আফ্রিকার টি২০আই স্কোয়াড: আইদেন মারক্রম, ওটনিয়েল বার্টম্যান, ম্য়াথিউ ব্রেটজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি (প্রথম ও দ্বিতীয় ম্য়াচে), ডোনোভ্য়ান ফেরেইরা, রেজা হেনরিক্স, মার্কো জানসেন (প্রথম ও দ্বিতীয় ম্য়াচে), হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম ও দ্বিতীয় ম্য়াচে), আন্দিলে ফেলুকায়ো, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস ও লিজাড উইলিয়ামস

ভারতের টি২০আই স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিশান (উইকেটকিপার), জীতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার ওডিআই স্কোয়াড: আইদেন মারক্রম, ওটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডে জরজি, রেজা হেনরিক্স, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি মংওয়ানা, ডেভিড মিলার, উইয়ান মালডার, আন্দিলে ফেলুকায়ো, তাবরেজ শামসি, রাসি ভ্য়ান ডার ডুসেন, কাইল ভেরিন ও লিজাড উইলিয়ামস।

ভারতের ওডিআই স্কোয়াড: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিং ও দীপক চাহার।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহ্য়াম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, টনি ডে জরজি, ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মহারাজ, আইদেন মারক্রম, উইয়ান মালডার, লুঙ্গি এনগিডি, কেগান পিটারসেন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরিন।
 
ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশান (উইকেটকিপার), কেএল রাহুল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি*, জসপ্রীত বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণা।

বাভুমা-রাবাদা যেমন দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা বলের ক্রিকেট খেলবে না। তেমনই ভারত পাচ্ছে না বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। বোর্ডের কাছে তাঁরা অনুরোধ করেছিলেন যে, দক্ষিণ আফ্রিকা সফরে, তাঁদের যেন সাদা বলের ক্রিকেটে ভাবা না হয়। বোর্ড তাঁদের অনুরোধেই সম্মতি দিয়েছে। ওয়ানডে সিরিজের অধিনায়ক হয়েছেন কেএল রাহুল, টি২০ ফরম্য়াটে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদবই। 

আরও পড়ুন: WATCH: ধোনির হাতেই খাচ্ছে চেতক! হৃদয় ছোঁয়া ভিডিয়ো, জানেন এই ঘোড়ার দাম কত?

 
 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.