শাহরুখ-রহমান যুগলবন্দিতে প্রকাশ্যে এল হকি বিশ্বকাপের থিম সং 'জয় হিন্দ ইন্ডিয়া'
থিম সং প্রকাশের পরই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ধন্যবাদ জানিয়েছেন এআর রহমানকে।
নিজস্ব প্রতিবেদন : ২৮ নভেম্বর থেকে ভুবনেশ্বরে শুরু হতে চলেছে পুরুষদের হকি বিশ্বকাপ। আয়োজক ভারতের পাশাপাশি আসন্ন হকি বিশ্বকাপে অংশ নেবে আরও ১৬টি দেশ। ঠিক তার দশ দিন আগেই সোমবার ২০১৮ সালের হকি বিশ্বকাপের থিম সং প্রকাশ্যে আনলেন এআর রহমান। নিজের টুইটারেই হকি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং এবং ভিডিও প্রকাশ করলেন রহমান।
Presenting the promo for 'Jai Hind India' the song for Hockey World Cup 2018 with @iamsrk and wonderful musicians who have collaborated for this track. https://t.co/MqzMPZGUXG@nupur_mahajan @Naveen_Odisha #HeartBeatsForHockey #AbBasHockey #HWC2018 #BToSProductions #Nayanthara
— A.R.Rahman (@arrahman) November 18, 2018
থিম সং ভিডিওতে এআর রহমানের সঙ্গে রয়েছেন 'চাক দে ইন্ডিয়া' ছবিতে হকি কোচে কবির খানের ভূমিকায় অভিনয় করা বলিউড সুপারস্টার শাহরুখ খান। থিম সং প্রকাশের পরই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ধন্যবাদ জানিয়েছেন এআর রহমানকে। কারণ, নবীন পট্টনায়েক আগেই ঘোষণা করেছিলেন তাঁর সরকার হকি বিশ্বকাপের থিম সং-এর জন্য গুলজার এবং রহমানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। ২৮ নভেম্বর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন স্বয়ং রহমান।
আরও পড়ুন - বিশ্বের এক নম্বর জকোভিচকে হারিয়ে এটিপি ফাইনালস জিতলেন জেরেভ