কীর্তি গড়ে `বুড়ি` সেরেনার কান্না
নতুন কীর্তি গড়লেন সেরেনা উইলিয়ামস। সবচেয়ে বেশি বয়সে পেশাদারি টেনিস বিশ্বে শীর্ষস্থানে ওঠার নজির গড়লেন `সুপার` সেরেনা। ৩১ বছরের সেরেনা কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে জিতে এই কীর্তি গড়লেন।
নতুন কীর্তি গড়লেন সেরেনা উইলিয়ামস। সবচেয়ে বেশি বয়সে পেশাদারি টেনিস বিশ্বে শীর্ষস্থানে ওঠার নজির গড়লেন `সুপার` সেরেনা। ৩১ বছরের সেরেনা কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে জিতে এই কীর্তি গড়লেন।
এতদিন এই রেকর্ডটা ছিল ক্রিস এভার্টের দখলে। ক্রিস ৩০ বছর ১১ মাস বয়সে এটিপি র্যাঙ্কিং তালিকায় এক নম্বরে উঠেছিলেন। সেরেনার আরও ছ মাস বেশি বয়সে শীর্ষস্থানে ওঠার কীর্তি গড়লেন।
পেত্রা কিতোভাকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর সেরেনা যখন বুঝলেন তিনি এক নম্বরে উঠলেন তখন তিনি কেঁদে ফেললেন। পরে বললেন, এই বুড়ি বয়সেও শীর্ষে উঠব ভাবিনি।
আধুনিক পেশাদারি টেনিসের ক্রীড়াসূচির অত্যধিক চাপে এই বয়সে টেনিস খেলোয়াড়রা যখন খেলা ছেড়ে অবসর নিয়ে নেন, তখন সেরেনা শীর্ষে উঠে দেখিয়ে দিলেন কেন তাঁকে সর্বকালের সেরাদের তালিকায় উপরের দিকে রাখা হয়।