শেষ গোল করল মৃত আলেকজেন্ডার! কফিন জড়িয়েই গোলের আনন্দে মাতল বন্ধুরা

মৃত্যুর পর শেষ গোলটা করে গেল আলেকজেন্ডার। শুধু মৃত্যুকেই গোলটা দেওয়া গেল না।

Updated By: Jun 14, 2020, 05:11 PM IST
শেষ গোল করল মৃত আলেকজেন্ডার! কফিন জড়িয়েই গোলের আনন্দে মাতল বন্ধুরা

নিজস্ব প্রতিবেদন: গোল করল মৃত আলেকজেন্ডার। বেঁচে থাকতে ছেলেটি স্বপ্ন দেখত ফুটবলার হবে। মেসি, রোনাল্ডোর মতো গোল করবে। কিন্তু  ১৬ বছর বয়সী ছেলের সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল মেক্সিকো পুলিসের গুলিতে। মাথায় বিঁধেছিল গুলিটি। আর বেঁচে ফেরেনি সে। রাস্তাতেই লুটিয়ে শেষ হয়ে যায় কিশোর ফুটবলার।
কিন্তু জীবনের শেষ গোলটা করে গেল মৃত আলেকজেন্ডার। তাঁর কফিনবন্দি দেহ দিয়েই বল ঢুকল গোলপোস্টে। ভিডিয়োয় দেখা যাচ্ছে এক খেলোয়াড় বল বাড়িয়ে দিল তারপর কফিনে লেগেই গোলকিপারকে ফাঁকি দিয়ে বল ঢুকল গোলপোস্টে। তারপর সকলে মিলে এসে গোলের আনন্দে জড়িয়ে ধরল কফিনটিকে।

 

৫৪ সেকেন্ডের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়। ভিডিয়োটি দেখে আবাগের জোয়ারে ভেসেছেন নেটিজেনরা। কেউ ধরে রাখতে পারেননি চোখের জল। এরকম প্রতিক্রিয় মিলল নেট জগতে। কিন্তু ভবিষ্যতে যে ছেলেটা মাঠ কাঁপাত, পুলিসের গুলিতে সকলকে ছেড়ে চলে গেল সে।

আরও পড়ুন: আমি তোমাদেরই লোক..! আইসিসি প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে যা বললেন সৌরভ গাঙ্গুলি

আলেকজেন্ডারের মা বলেছেন, "ছেলের ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল। সব শেষ করে দিল ওরা।" মৃত্যুর পর শেষ গোলটা করে গেল আলেকজেন্ডার। শুধু মৃত্যুকেই গোলটা দেওয়া গেল না।

.