বছরের প্রথম জয়ের জন্য আজ ঝাঁপাবে টিম ইন্ডিয়া, কেমন হবে প্রথম একাদশ, দেখুন

এখনও পর্যন্ত দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ১৬টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। তার ১১টিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। 

Updated By: Jan 5, 2020, 11:21 AM IST
বছরের প্রথম জয়ের জন্য আজ ঝাঁপাবে টিম ইন্ডিয়া, কেমন হবে প্রথম একাদশ, দেখুন

নিজস্ব প্রতিবেদন : বছরের প্রথম ম্যাচ। আর তাতে বছরের প্রথম জয়ের খোঁজ। গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচ খেলতে নামবে বিরাট কোহলি অ্যান্ড কোং। তিন ম্যাচের সিরিজ। টি-২০ বিশ্বকাপের আগে এই তিন ম্যাচ যেন ভারতীয় দলের কাছে স্টেজ রিহার্সাল-এর মতো। টি-২০-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স অবশ্য বরাবর ভাল। এখনও পর্যন্ত দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ১৬টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। তার ১১টিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা জিতেছে পাঁচটি ম্যাচে। 

আরও পড়ুন-  নাগরিকত্ব আইন সমর্থন করেন? মুখ খুললেন বিরাট কোহলি

আজ সিরিজের প্রথম ম্যাচে কেমন দল নামাতে পারে টিম ইন্ডিয়া! দেখে নেওয়া যাক। 

ওপেনিং- শিখর ধাওয়ান ও কে এল রাহুলের ওপেনিং জুটিতে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। চোট কাটিয়ে দীর্ঘদিন পর ফিরছেন গব্বর। এদিকে, রাহুল ফর্মে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের ফোয়ারা ছুটিয়েছিলেন তিনি।

মিডল অর্ডার- তিনে বিরাট কোহলি। চার নম্বরে নামতে পারেন শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে দুরন্ত পারফর্ম করেছেন শ্রেয়স।

অলরাউন্ডার- রবীন্দ্র জাদেজাকে আজ প্রথম একাদশে রাখতে পারেন কোহলি। সুযোগ পেতে পারেন শিবম দুবে।

উইকেটকিপার- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ভাল পারফর্ম করেছিলেন ঋষভ পন্থ। আজও উইকেটের পিছনে তাঁকে দেখা যাবে।

বোলিং বিভাগ- জসপ্রিত বুমরা চোট কাটিয়ে ফিরেছেন। তাঁর সঙ্গে নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুর থাকতে পারেন। চায়নাম্যান কুলদীপ যাদব আজ দলে সুযোগ পেতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। 

প্রথম একাদশ- বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুর।

.