শ্রীলঙ্কা সফরে অধিনায়ক Dhawan, ডেপুটি Bhuvneshwar, দলে এক ঝাঁক নতুন মুখ

প্রত্যাশা মতোই দ্বীপরাষ্ট্রে ভারতীয় দলের নেতৃত্বে দলের অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার শিখর ধাওয়ান

Updated By: Jun 10, 2021, 11:13 PM IST
শ্রীলঙ্কা সফরে অধিনায়ক Dhawan, ডেপুটি Bhuvneshwar, দলে এক ঝাঁক নতুন মুখ

নিজস্ব প্রতিনিধি: জুলাই মাসে সীমিত ওভারের ক্রিকেট খেলতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য বৃহস্পতিবার ২০ সদস্যের দল বেছে নিল বিসিসিআই। প্রত্যাশা মতোই দ্বীপরাষ্ট্রে ভারতীয় দলের নেতৃত্বে দলের অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তাঁর ডেপুটি ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।  

তরুণ ক্রিকেটারদের মধ্যে তাঁরাই সুযোগ পেয়েছেন যাঁরা ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। তরুণ তুর্কীদের মধ্যে রয়েছেন দেবদূত পাড্ডিকল (Devdutt Padikkal), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) চেতন সাকারিয়া (Chetan Sakariya)। রয়েছেন কর্ণাটকের অভিজ্ঞ অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গোথাম (Krishnappa Gowtham)। অনেক দিন পর আবার জাতীয় দলে দেখা যেতে চলেছে কুল-চা জুটি। টিমে আছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)।  তামিলনাড়ু ও কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ফের সুযোগ পেলেন জাতীয় দলে।

আরও পড়ুন: 'BCCI প্রেসিডেন্ট Sourav Ganguly অসাধারণ', তাঁর ক্রিকেট আবেগে মুগ্ধ প্রতিপক্ষ দেশ

শ্রীলঙ্কা সফরে ভারতের দল (ওয়ানডে এবং টি-২০): শিখর ধাওয়ান (Shikhar Dhawan),  ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), পৃথ্বী শ (Prithvi Shaw),  দেবদূত পাড্ডিকল (Devdutt Padikkal), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), মণীশ পাণ্ডে (Manish Pandey), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), নীতিশ রানা (Nitish Rana), ঈশান কিশান (Ishan Kishan), সঞ্জু স্যামসন (Sanju Samson) যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), রাহুল চাহার (Rahul Chahar), কৃষ্ণাপ্পা গোথাম (K Gowtham), ক্রুনাল পাণ্ডিয়া (Krunal Pandya), কুলদীপ যাদব (Kuldeep Yadav), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), দীপক চাহার (Deepak Chahar), নবদীপ সাইনি (Navdeep Saini), ও চেতন সাকারিয়া (Chetan Sakariya)। ঈশান কিশান ও সঞ্জু স্যামসন যাচ্ছেন উইকেটকিপার হিসেবে। নেট বোলার: ঈশান পোড়েল (Ishan Porel), সন্দীপ ওয়ারিয়র (Sandeep Warrier), অর্শদীপ সিং (Arshdeep Singh), সাই কিশোর (Sai Kishore), সিমারজিত সিং (Simarjeet Singh)

ভারত-শ্রীলঙ্কা ক্রীড়াসূচি

১৩ জুলাই প্রথম ওয়ানডে
১৬ জুলাই দ্বিতীয় ওয়ানডে
১৮ জুলাই তৃতীয় ওয়ানডে

২১ জুলাই প্রথম টি-২০
২৩ জুলাই দ্বিতীয় টি-২০
২৫ জুলাই তৃতীয় টি-২০

(প্রতিটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.