বিরাটকে বিশ্রাম দিল বিসিসিআই, ওয়ানডে সিরিজে অধিনায়ক রোহিত শর্মা

ওয়ানডে দলে ফেরানো হচ্ছে সদ্য বিয়ে করা ভারতীয় ক্রিকেটার ভুবনেশ্বরকে। দলে ফিরছেন তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও।

Updated By: Nov 27, 2017, 05:46 PM IST
বিরাটকে বিশ্রাম দিল বিসিসিআই, ওয়ানডে সিরিজে অধিনায়ক রোহিত শর্মা
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: অবশেষে বিশ্রাম পেলেন বিরাট কোহলি। নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩৯ রানের বিরাট জয়ের পরই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, ওয়ানডে সিরিজে নেই বিরাট কোহলি। 'চিকু'র অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন মুম্বইকর রোহিত শর্মা। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্যও দল ঘোষণা করেছে বোর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ফিরছেন শিখর ধাওয়ান। অন্যদিকে ওয়ানডে দলে ফেরানো হচ্ছে সদ্য বিয়ে করা ভুবনেশ্বর কুমারকে। এরসঙ্গে দলে ফিরছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও।

আরও পড়ুন- দ্রুততম 'ট্রিপল সেঞ্চুরি' অশ্বিনের

একনজরে তৃতীয় টেস্টের ভারতীয় দল: 

বিরাট কোহলি (অধিনায়ক) 
লোকেশ রাহুল
মুরলী বিজয়
শিখর ধাওয়ান
চেতেশ্বর পূজারা
অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক)
রোহিত শর্মা
ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার)
আর অশ্বিন
রবীন্দ্র জাদেজা
কূলদীপ যাদব
মহম্মদ সামি
উমেশ যাদব
ইশান্ত শর্মা
বিজয় শঙ্কর 

আরও পড়ুন- আগ্রাসনের সামনে আত্মসমর্পণ! নাগপুরে লঙ্কাজয় ভারতের
       

একনজরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘোষিত ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক) 
শিখর ধাওয়ান
অজিঙ্কা রাহানে 
শ্রেয়স 
মনীশ পাণ্ডে
কেদার যাদব
দীনেশ কার্তিক
মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার)
হার্দিক পাণ্ডিয়া
অক্ষর প্যাটেল
কূলদীপ যাদব
য়ুজবেন্দ্র চাহাল
যশপ্রীত বুমরাহ
ভুবনেশ্বর কুমার 
সিদ্ধার্থ কউল

.