টেস্ট হারের ক্ষত ভুলতে একদিনের সিরিজে কোমড় বেঁধে নামছে ধোনি বাহিনী

টেস্ট সিরিজে হার অতীত। এবার হারানো সম্মান পুনরুদ্ধারের লড়াই। আগামীকাল মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় একদিনের সিরিজের অভিযান শুরু করবে ভারত। বিশ্বকাপকে মাথায় রেখে ত্রিদেশীয় সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসাবে বেছে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Updated By: Jan 17, 2015, 09:32 PM IST
টেস্ট হারের ক্ষত ভুলতে একদিনের সিরিজে কোমড় বেঁধে নামছে ধোনি বাহিনী

মেলবোর্ন: টেস্ট সিরিজে হার অতীত। এবার হারানো সম্মান পুনরুদ্ধারের লড়াই। আগামীকাল মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় একদিনের সিরিজের অভিযান শুরু করবে ভারত। বিশ্বকাপকে মাথায় রেখে ত্রিদেশীয় সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসাবে বেছে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ধোনি জানিয়েছেন ত্রিদেশীয় সিরিজে পরীক্ষা-নিরিক্ষার পথে হাঁটবে ভারতীয় দল। বিশ্বকাপের জন্য দলের সঠিক কম্বিনেশ চাইছেন ভারত অধিনায়ক। যাদের হালকা চোট রয়েছে তাঁদের একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হবে। বিশ্বকাপের আগে চোট যাতে না বাড়ে সেদিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন ধোনি।

সেই জন্য মেলবোর্নে প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ইশান্ত শর্মা এবং রবীন্দ্র জাদেজাকে। ইশান্তের জায়গায় মোহিত শর্মা অথবা ধবল কুলকার্ণী সুযোগ পেতে পারেন। শিখর ধাওয়ানের সঙ্গে কাল ম্যাচে আজিঙ্কা রাহানে অথবা রোহিত শর্মা ওপেন করতে পারেন। টেস্ট সিরিজের পর বোলারদের খারাপ পারফরম্যান্স নিয়ে সর্বত্র সমালোচনা হয়েছিল। একদিনের সিরিজে বোলাররা ব্যাডপ্যাচ কাটিয়ে উঠবে বলে দাবি ধোনির। ম্যাচে নামার আগে কিছুটা আবেগতাড়িত অধিনায়ক ধোনি। মেলবোর্ন টেস্টের পরেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি।

 

.