Syed Mushtaq Ali Trophy: চ্যাম্পিয়ন Tamil Nadu, শেষ ওভারে নায়ক Shahrukh Khan
ছ নম্বরে ব্যাট করতে নেমে ১৫ বলের ঝোড়ো ৩৩ রানের ইনিংস খেলেন শাহরুখ।
কর্ণাটক ১৫১/৭
তামিলনাড়ু ১৫৩/৬
৪ উইকেটে জয়ী তামিলনাড়ু
নিজস্ব প্রতিবেদন: সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali Trophy) ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল দল হিসাবে নিজেদের নাম লিখিয়ে নিল তামিলনাড়ু (Tamil Nadu)। সোমবার শেষ ওভারের রুদ্ধশ্বাস ফাইনালে কর্ণাটককে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জেতে তামিলনাড়ু। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচের নায়ক হয়ে যান শাহরুখ খান (Shahrukh Khan)।
#TNvKAR #SyedMushtaqAliT20 #Final @TNCACricket pic.twitter.com/PU3kuctOB6
(@BCCIdomestic) November 22, 2021
এদিন নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিজয় শঙ্করের তামিলনাড়ু কর্ণাটককে ব্যাট করতে পাঠায়। অভিনব মনোহরের ব্যাটে (৩৭ বলে ৪৬) কর্ণাটক ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে। জবাবে তামিলনাড়ু ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়। শেষ ওভারে তামিলনাড়ুর জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান।
আরও পড়ুন: R Ashwin কে নিয়ে বড় আপডেট দিলেন Rohit Sharma
WHAT. A. FINISH!
A last-ball SIX from @shahrukh_35 does the trick!
Tamil Nadu hold their nerve & beat the spirited Karnataka side by 4 wickets to seal the title-clinching victory. #TNvKAR #SyedMushtaqAliT20 #Final
Scorecard https://t.co/RfCtkN0bjq pic.twitter.com/G2agPC795B
(@BCCIdomestic) November 22, 2021
সেখান থেকে শেষ বলে জয়ের জন্য তামিলনাড়ুর প্রয়োজন ছিল ৫ রান। সেখানে ছয় মেরে শাহরুখ খান দলকে চ্যাম্পিয়ন করিয়ে দেন। তিনি ছ নম্বরে ব্যাট করতে নেমে ১৫ বলের ঝোড়ো ৩৩ রানের ইনিংস খেলেন। তামিলনাড়ুর হয়ে সর্বোচ্চ রান নারায়ণ জগদিসানের (৪৬ বলে ৪১)।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)