Syed Mushtaq Ali Trophy 2021: বরোদাকে হারিয়ে চ্যাম্পিয়ন দীনেশ কার্তিকের তামিলনাডু
রবিবাসরীয় ফাইনালে সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেন তামিলনাডুর অধিনায়ক দীনেশ কার্তিক।
নিজস্ব প্রতিবেদন: কোভিড আবহে দেশের মাটিতে প্রথম ঘরোয়া টুর্নামেন্ট জিতে নিল তামিলনাডু। বরোদাকে ৭ উইকেটে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন হল দীনেশ কার্তিকের দল।
D.O.M.I.N.A.N.C.E!
The @DineshKarthik-led Tamil Nadu unit beat Baroda by 7⃣ wickets in the #Final and clinch the @Paytm #SyedMushtaqAliT20 title in style at the @GCAMotera. @TNCACricket
Scorecard https://t.co/UAB2Z0siQm pic.twitter.com/MARKSY4rLK
— BCCI Domestic (@BCCIdomestic) January 31, 2021
রবিবাসরীয় ফাইনালে সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেন তামিলনাডুর অধিনায়ক দীনেশ কার্তিক। এম সিদ্ধার্থের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান তোলে বরোদা। বিষ্ণু সোলাঙ্কি ৪৯ এবং এ শেঠ ২৯ রান করেন। ২০ রান দিয়ে চার উইকেট নেন সিদ্ধার্থ।
Tamil Nadu Won by 7 Wicket(s) (Winners) #TNvBDA @Paytm #SyedMushtaqAliT20 #Final Scorecard:https://t.co/Z4Piqj7RY0
— BCCI Domestic (@BCCIdomestic) January 31, 2021
আরও পড়ুন- IPL 2021: কবে শুরু আইপিএল? দিনক্ষণ প্রায় চূড়ান্ত BCCI-এর
১২১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় তামিলনাডু। হরি নিশান্তের ৩৫, বাবা অপরাজিতের অপরাজিত ২৯, অধিনায়ক দীনেশ কার্তিকের ২২ আর শেষ দিকে শাহরুখ খানের ঝোড়ো অপরাজিত ১৮ রানে ভর করে ম্যাচ জিতে নেয় দক্ষিণের দলটি। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন তামিলনাডুর এম সিদ্ধার্থ।
আরও পড়ুন- ISL 2020-21: পিছিয়ে পড়েও কৃষ্ণার জোড়া গোলে কেরালা বধ ATK Mohun Bagan-এর