T20 World Cup: দল গঠনে মতামত নেওয়া হয়নি, পদত্যাগ আফগান অধিনায়ক Rashid Khan-এর
সোশ্য়াল মিডিয়ায় পোস্ট।
নিজস্ব প্রতিবেদন: একেই তালিবান (Taliban) শাসনে আফগানিস্তান (Afghanistan) জুড়ে টালমাটাল পরিস্থিতি। প্রত্য়েকদিন অত্য়াচারিত হচ্ছে সাধারণ মানুষ। এই অবস্থায় আফগানস্তান ক্রিকেটে মাথাচাড়া দিয়েছে নয়া বিতর্ক। আসন্ন T20 বিশ্বকাপে (T20 World Cup) দল নির্বাচন নিয়ে অসন্তুষ্ট হওয়ায় আফগান ক্রিকেট দলের অধিনায়কের পদ ছাড়লেন রশিদ খান (Rashid Khan)। তাঁর অভিযোগ, অধিনায়ক হলেও, দল নির্বাচনে কোনও মতামত নেওয়া হয়নি।
আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে T20 World Cup-এর আসর। ১৪ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ। সেজন্য বৃহস্পতিবার দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। সেই ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই অধিনায়কের পদ থেকে ইস্তফা দিলেন রশিদ খান (Rashid Khan)।
আরও পড়ুন: Manchester Test: কোহলিরা কোভিড নেগেটিভ, শুক্রবার থেকেই শুরু পঞ্চম টেস্ট
Afghanistan National Cricket Team Squad for the World T20 Cup 2021. pic.twitter.com/exlMQ10EQx
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 9, 2021
আরও পড়ুন: India vs England 2021: ম্যাঞ্চেস্টারে টেস্ট হবে তো? সংশয়ে খোদ BCCI সভাপতি
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের পদত্যাগের কথা জানান তিনি। পোস্টে রশিদ খান (Rashid Khan) লেখেন, "অধিনায়ক এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল গঠনের সময় আমার তাতে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। নির্বাচনী কমিটি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) আমার সঙ্গে কথা না বলেই দল নির্বাচন করেছে। সেই জন্য আমি আফগানিস্তান টি২০ দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আফগানিস্তানের হয়ে খেলা আমার কাছে সব সময়ই গর্বের।"
— Rashid Khan (@rashidkhan_19) September 9, 2021
আসন্ন T20 বিশ্বকাপে (T20 World Cup) আফগানিস্তান দলের অধিনায়ক করা হয় রশিদ খানকে। তাঁর সঙ্গে দলে জায়গা পান প্রবীণ উইকেট কিপার মহম্মদ শাহজাদ।