২০১৬ টি-২০ বিশ্বকাপের ফাইনাল হয়তো ইডেনে
২০১৬ টি-২০ বিশ্বকাপের ফাইনালে হতে পারে ইডেন গার্ডেন্সে। এ বিষয়ে একদফা কথা হয়েছে বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া ও সচিব অনুরাগ ঠাকুরের মধ্যে। তবে ফাইনালের আসর কোথায় হবে তার শিলমহর পড়বে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে।
ওয়েব ডেস্ক: ২০১৬ টি-২০ বিশ্বকাপের ফাইনালে হতে পারে ইডেন গার্ডেন্সে। এ বিষয়ে একদফা কথা হয়েছে বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া ও সচিব অনুরাগ ঠাকুরের মধ্যে। তবে ফাইনালের আসর কোথায় হবে তার শিলমহর পড়বে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে।
এদিকে, জিম্বাবোয়ে সফরের জন্য মঙ্গলবারই রওনা হচ্ছে টিম ইন্ডিয়া। চোটের জন্য জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে গেলেন ভারতের স্পিনার কর্ণ শর্মা। দল নির্বাচনের পর দেখা যায় কর্ণের আঙুলে চোট রয়েছে। আঙুলে চিড় থাকায় বাদ পড়েন কর্ণ। তার পরিবর্তে অবশ্য কোনও ক্রিকেটার নিচ্ছে না ভারতীয় বোর্ড।
প্রসঙ্গত, জিম্বাবোয়ে সফরে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি-২০ খেলবে অজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারতের দ্বিতীয়সারির দল। ১০ জুলাই প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে।