T20 World Cup 2021: আবার ভারতকে হারাব, মহারণের আগে হুঙ্কার হাসান আলির

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। 

Updated By: Sep 15, 2021, 08:21 PM IST
T20 World Cup 2021: আবার ভারতকে হারাব, মহারণের আগে হুঙ্কার হাসান আলির

নিজস্ব প্রতিবেদন: টি টোয়েন্টি বিশ্বকাপের (WT20) মঞ্চে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) ফাইনালের রিমেক ঘটাতে মরিয়া পাকিস্তান (Pakistan)। আগামী ২৪ অক্টোবর বাইশ গজের যুদ্ধে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এর আগে বিরাট কোহলির (Virat Kohli) ভারতকে (India) কার্যত হুঙ্কার দিলেন জোরে বোলার হাসান আলি (Hasan Ali)।  

বাইশ গজের যুদ্ধে ভারত-পাক লড়াই মানেই টেনশনের পরিবেশ তৈরি হয়। ফলে দুই দলের ক্রিকেটারদের পোহাতে হয় বাড়তি চাপ। সেটা মেনে নিচ্ছেন হাসান। যদিও তাঁর দাবি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও টিম ইন্ডিয়াকে তাঁর দল হারিয়ে দেবে। হাসান বলেন, "শুধু দুই দলের ক্রিকেটার নয়, দুই দশের সাধারণ মানুষও এই ম্যাচ নিয়ে বাড়তি চাপ অনুভব করে। এবং সেটা খুবই স্বাভাবিক। তবে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওদের অনায়াসে হারিয়েছিলাম। এ বারও ওদের হারাতে পারি। সেই জন্য আমরা নিজের জানপ্রাণ দিয়ে লড়াই করব।"  

আরও পড়ুন: IPL 2021: টি টোয়েন্টি বিশ্বকাপের ড্রেস রিহার্সাল, আইপিএলের দ্বিতীয় পর্বের শুরু থেকেই স্টেডিয়ামে ফিরছে দর্শক

শুধু ৫০ ওভারের বিশ্বকাপ নয়, টি টোয়েন্টি বিশ্বকাপেও এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ২০০৭ থেকে ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপেও সেই ধারা বজায় ছিল। এ দিকে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে ১৮০ রানে হারালেও ২০১৮ সালের এশিয়া কাপ ও গত বিশ্বকাপে পাকিস্তানকে হেলায় হারিয়েছিল কোহলির টিম ইন্ডিয়া। 

যদিও সেই হার ভুলে এখন সামনের দিকে তাকাতে চাইছে বাবর আজমের দল। আর তাই এমন হুঙ্কার দিচ্ছেন হাসান আলি।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.