আসছে চ্যাম্পিয়ন্স কাপ! ক্রিকেট ক্যালেন্ডারে যোগ হচ্ছে নতুন টুর্নামেন্ট
সূত্রের খবর এই নতুন দুটি টুর্নামেন্ট চালু করতে বদ্ধপরিকর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫০ ওভারের ওয়ান ডে বিশ্বকাপের পাশাপাশি এবার আসতে চলেছে আরও নতুন দুটি টুর্নামেন্ট। টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ এবং ওডিআই চ্যাম্পিয়ন্স কাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি উঠে গেলেও সেই ফরম্যাটেই ছয় দলীয় ওয়ান ডে টুর্নামেন্ট ওডিআই চ্যাম্পিয়ন্স কাপ এবং ১০ দলের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন কাপের ভাবনা শুরু করে দিয়েছে আইসিসি। ২০২৩-২০৩১ সালের ক্রিকেট ক্যালেন্ডারে এই দুটি প্রস্তাবিত সিরিজের পরিকল্পনা রয়েছে আইসিসি-র।
গত বছর অক্টোবরে আইসিসি বোর্ড মিটিংয়ে এই টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ এবং ওডিআই চ্যাম্পিয়ন্স কাপ নিয়ে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসি-র একটা মতপার্থক্য চলছেই। তবে সূত্রের খবর এই নতুন দুটি টুর্নামেন্ট চালু করতে বদ্ধপরিকর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ: আর একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া আর কিছুই না। ১০টি দলকে নিয়ে মোট ৪৮টি ম্যাচ হবে।
ওডিআই চ্যাম্পিয়ন্স কাপ: চ্যাম্পিয়ন্স ট্রফির আদলেই হবে এই টুর্নামেন্ট। ৫০ ওভারের ম্যাচ। ৬টি দল নিয়ে হবে মোট ১৬টি ম্যাচ।
২০২৩-২০৩১ এই ক্রিকেট ক্যালেন্ডারে প্রস্তাবিত টুর্নামেন্টগুলি কি কি রয়েছে দেখে নেওয়া যাক-
* টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ: ২০২৪, ২০২৮
* ওডিআই চ্যাম্পিয়ন্স কাপ: ২০২৫, ২০২৯
* টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ:২০২৬, ২০৩০
* ওডিআই ওয়ার্ল্ড কাপ: ২০২৭, ২০৩১
আরও পড়ুন - জনপ্রিয়তায় প্রিয়াঙ্কা-দীপিকাদের পিছনে ফেলে দিলেন কিং কোহলি