আজ মীরপুরের ২২গজে ভারত-পাক যুদ্ধ দিয়ে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ, ফর্মের বিচারে এগিয়ে পাকিস্তান, ইতিহাস ভরসা ধোনিদের

আজ মীরপুরে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের ম্যাচ। প্রথম দিনেই মেগাম্যাচ টি ২০ বিশ্বকাপে। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ৫ দেশের গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে, তাই প্রথম ম্যাচে না জিততে পারলে অনেকটাই পিছিয়ে পড়তে হবে।

Updated By: Mar 21, 2014, 09:32 AM IST

আজ মীরপুরে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের ম্যাচ। প্রথম দিনেই মেগাম্যাচ টি ২০ বিশ্বকাপে। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ৫ দেশের গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে, তাই প্রথম ম্যাচে না জিততে পারলে অনেকটাই পিছিয়ে পড়তে হবে।

ফর্মের বিচারে পাকিস্তান এগিয়ে আছে ঠিকই, কিন্তু ইতিহাস বলে বিশ্বকাপে ভারত বরবারই পাকিস্তানের থেকে মানসিকভাবে এগিয়ে থাকে।

পাকিস্তান ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। শুক্রবারের ম্যাচকে বদলার ম্যাচ হিসাবে দেখছে না টিম ইন্ডিয়া। বরং বিদেশের মাটিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ধোনিরা। সাফল্যের জন্য নিজের বোলিং ব্রিগেডের দিকে তাকিয়ে ভারত অধিনায়ক।

এশিয়া কাপে মুখ থুবড়ে পড়তে হয়েছিল ভারতীয় দলকে। তবে অতীত নিয়ে ভাবতে নারাজ বিরাট কোহলি। তাঁর দাবি এশিয়া কাপ থেকে টি-২০ বিশ্বকাপের দল অনেক ব্যালেন্সড। বিরাটের সাম্প্রতিক ফর্ম স্বস্তিতে রাখছে ভারতীয় দলকে।

.