আমনাকে মোহনবাগানে যেতে দিল না ইস্টবেঙ্গলের ভালবাসা

লাল-হলুদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মিডফিল্ড ম্যাজিশিয়ান। কলকাতা ছাড়ার আগে নিজের বাড়িতে বসে আমনা বলছেন কলকাতায় এসেছিলেন ইস্টবেঙ্গলকে ট্রফি দিতে। এবছর সেটা পারেননি। তাই মোটা অঙ্কের অফার ছেড়েও লাল-হলুদে থেকে যাওয়ার সিদ্ধান্ত।

Updated By: Apr 27, 2018, 08:33 AM IST
আমনাকে মোহনবাগানে যেতে দিল না ইস্টবেঙ্গলের ভালবাসা

নিজস্ব প্রতিবেদন: সমর্থকদের ভালবাসা-আবেগ আর সম্মানের কাছে হার মানল আইএসএলের গ্ল্যামার আর টাকা। আল আমনাকে পেতে এবার মোটা অঙ্কের অফার দিয়েছিল এটিকে। সিরিয়ান মিডফিল্ডারকে পেতে ঝাঁপিয়েছিল মোহনবাগান। যা ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই বেশি ছিল। এত কিছুর পরও লাল-হলুদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মিডফিল্ড ম্যাজিশিয়ান। কলকাতা ছাড়ার আগে নিজের বাড়িতে বসে আমনা বলছেন কলকাতায় এসেছিলেন ইস্টবেঙ্গলকে ট্রফি দিতে। এবছর সেটা পারেননি। তাই মোটা অঙ্কের অফার ছেড়েও লাল-হলুদে থেকে যাওয়ার সিদ্ধান্ত।

আরও পড়ুন- সুভাষিত লাল-হলুদ, পদচ্যুত খালিদ

প্রতি বছর মরসুম শেষ হলেই দেশে ফেরার কথা ভাবেন। বুধবার সিরিয়ায় নিজের ভাইকে ফোন করেন আমনা। জানতে পারেন এখনও দেশে ফেরার পরিস্থিতি তৈরী হয়নি। মুহুর্তেই মনটা খারাপ হয়ে যায়। অগত্যা মিশরেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে হবে তাঁকে।

আরও পড়ুন- চেন্নাই ম্যাচে কোহলির ১২ লক্ষ টাকা জরিমানা!

.