Syed Mushtaq Ali Trophy: ছত্তীসগঢ়কে ৭ উইকেটে হারিয়ে অভিযান শুরু বাংলার
দুরন্ত জয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরু বাংলার
বাংলা ১১৯/৩
ছত্তীসগঢ় ১১৮/৭
৭ উইকেটে জয়ী বাংলা
নিজস্ব প্রতিবেদন: দুরন্ত জয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) অভিযান শুরু বাংলার। শুক্রবার গুয়াহাটির বারসাপাড়ার এসিএ স্টেডিয়ামে সুদীপ চট্টোপাধ্যায়ের বাংলা ৭ উইকেটে হারিয়ে দিল অমনদীপ খারের ছত্তীসগঢ়কে।
এদিন গুয়াহাটিতে টস জিতে সুদীপ ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ছত্তীসগঢ়কে। ব্যাট হাতে একমাত্র সাফল্যের মুখ দেখেন দলের ওপেনার এ হেরওয়াদকর (A Herwadkar)। ৬০ বলে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন হেরওয়াদকর। তিনি বাদে আর রানের মুখ দেখেন সাতে ব্যাট করতে আসা অজয় মণ্ডল। ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন তিনি। হেরওয়াদকরও অজয় ছাড়া কোনও ব্যাটারই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। ছত্তীসগঢ় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান তুলতে সমর্থ হয়।
আরও পড়ুন: Team Bengal: কোন কারণে ক্ষুব্ধ বাংলার কোচ Arun Laal?
এদিন বাংলার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ছত্তীসগঢ়ের ব্যাটাররা সেভাবে দিশা খুঁজে পাননি। বাংলার হয়ে মুকেশ কুমার ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান ঋত্বিক বিজয় চট্টোপাধ্যায়, আকাশ দীপ, শাহবাজ ও অভিষেককারী করণ লাল। জবাবে বাংলা তিন উইকেট হারিয়ে অনায়াসে ম্যাচ বার করে নেয়। সৌজন্যে ক্যাপ্টেন সুদীপ। অভিষেক দাসের সঙ্গে ওপেন করতে নেমে ৪৬ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন তিনি। অভিষেক মাত্র ১৭ রান করে ফিরে যান। এদিন ব্যাট হাতেও রান পান করণ। তিনে ব্যাট করতে নেমে ১০ বলে ১১ করেন তিনি। ঋদ্ধিমান সাহা ২২ বলে ২৪ রান করেন। কাইফ আহমেদ ১১ বলে ১২ রানের অপরাজিত ইনিংস খেলেন। প্রথম ম্যাচে জয়ের সৌজন্যে চার পয়েন্ট তুলে নিল বাংলা। আগামিকাল এই মাঠেই গুয়াহাটির বিরুদ্ধে বাংলার দ্বিতীয় ম্যাচ।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)