তাঁদের 'দ্বিতীয় সারির' বলেছিলেন Ranatunga! পাল্টা জবাব দিলেন Suryakumar
আগামী ১৩ জুলাই থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ।
নিজস্ব প্রতিবেদন: ঠিক দিন চারেক আগে অর্জুনা রণতুঙ্গা (Arjuna Ranatunga) অপমানজনক মন্তব্য করেন শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) ভারতীয় দলকে নিয়ে। দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি ক্রিকেটার বলেছিলেন, “দ্বিতীয় সারির দলকে শ্রীলঙ্কায় পাঠিয়ে ভারত আমাদের অপমান করেছে।"
সিরিজ শুরু হওয়ার আগেই বিতর্ক বাঁধিয়ে দিলেন ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের অধিনায়ক। রণতুঙ্গার মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সূর্যকুমার বলেন, “সত্যি বলতে আমরা রণতুঙ্গার মন্তব্য নিয়ে কোনও আলোচনাই করিনি। প্রত্যেকের পুরোপুরি ফোকাস ক্রিকেটের ওপর। যেভাবে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি বা যা চলছে আমরা আসন্ন চ্যালেঞ্জ নিয়ে মুখিয়ে আছি। আমরা ভাবছিই না কে আমাদের দ্বিতীয় সারির দল বলেছে। আমরা এখানে মজা করতে এসেছি। সিরিজটা উপভোগ কর। এখান থেকে অনেক পজিটিভিটি পাব।”
আরও পড়ুন: WTC Final: টিভি-তে ৯৯ মিলিয়ন মানুষ দেখেছেন খেলা! Kohli-Kane দ্বৈরথে রেকর্ড দর্শক
আগামী ১৩ জুলাই থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ। ওদিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে, ১৬ জুলাই দ্বিতীয় ওয়ানডে ও ১৮ জুলাই তৃতীয় তথা শেষ ওয়ানডে। এরপর ২১ জুলাই প্রথম টি-২০, ২৩ জুলাই দ্বিতীয় টি-২০ ও ২৫ জুলাই তৃতীয় তথা শেষ টি-২০। তার আগে ধাওয়ানরা প্রস্তুতি ম্যাচ খেলছেন নিজেদের মধ্যে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)