Suryakumar Yadav | WI vs IND: 'আর একটি সুযোগ পাবে'! বিশ্বকাপের অডিশনে সুপারফ্লপ সূর্য, চলে এল ভবিষ্যদ্বাণী
Suryakumar Yadav Fired Stern Warning By Ex-India Star Wasim Jaffer: ওয়ানডে ক্রিকেটে সূর্যকুমারের ব্যর্থতা অব্যাহত। তবে সূর্যকে আর একটি সুযোগ দেওয়া হবে বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও ফাইন লেগের ওপর দিয়ে 'নটরাজ সুইপ', তো কখনও ওয়াইড লং অন দিয়ে 'হেলিকপ্টার হুইপ'! প্রয়োজনে এক্সট্রা কভারের ওপর দিয়ে ড্রাইভ থেকে 'ব়্যাম্প ওভার উইকেটকিপার'। আবার স্কোয়ারের ওপর দিয়ে কাট। একজন ব্যাটারই এসব অনায়াস দক্ষতায় এবং অবলীলায় করতে পারেন। তাঁর আর কোনও ভূমিকার প্রয়োজন নেই। তিনি 'ওয়ান অ্যান্ড অনলি' সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বাইশ গজের নতুন 'মিস্টার ৩৬০'। বোলাররা বুঝেই উঠতে পারেন না যে, বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটারকে কোন বলে পরাস্ত করা সম্ভব! কিন্তু এসবই কুড়ি ওভারের ফরম্যাটে প্রযোজ্য।
আরও পড়ুন: Stuart Broad: একসময়ে খুব চেয়েছিলেন ব্রিটিশ, প্রীতির একাধিক সুযোগেও ব্যর্থ ব্রড! তারপর আর কখনও...
ওয়ানডে ক্রিকেট খেলতে গিয়েই ক্রমাগত ধরাশায়ী হচ্ছেন সূর্য। টি-টোয়েন্টির বাঘ, ওয়ানডে ফরম্যাটে এসে একেবারে ভিজে বিড়াল। দেশের জার্সিতে ২৫টি ওয়ানডে ম্যাচ খেলা হয় গেল সূর্যকুমারের। মাত্র ৪৭৬ রান করেছেন তিনি। গড় ২৩.৮। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৯, দ্বিতীয় ম্যাচে করেছেন ২৫। ঘটনাচক্রে আসন্ন বিশ্বকাপের অডিশনে সুপারফ্লপ সূর্য। তাঁকে আর এক ম্যাচের বেশি সুযোগ দেওয়া হবে না বলেই মত প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরের (Wasim Jaffer)
জাফর এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'সম্ভবত সূর্য আর একটি সুযোগই পাবে। সেটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে। সম্ভবত এটাই ঘটতে চলেছে, কারণ কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার দলে ফিরবে। ফলে সূর্যর পক্ষে দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে। ও যেভাবে ব্যাট করে, তাতে অত্যন্ত ঝুঁকি থেকে যায়। কারণ ও বাউন্ডারির খোঁজে উইকেট হারিয়ে ফেলছে। তবে ঝুঁকি নেয়ে খেলাটাই ওর ধরন। তবে ওয়ানডে ফরম্যাটে এই ব্যাপারটা বদলাতে হবে ওকে।' আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে ম্য়াচ। এই মুহূর্তে সিরিজ ১-১। যে এই ম্য়াচ জিতবে, সিরিজ জিতবে সেই দল। এখন দেখার সূর্যকুমার শেষ সুযোগে জ্বলে উঠে, বিশ্বকাপের স্কোয়াডে নিজের জায়গা পাকা করতে পারেন কিনা!
সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ ১ অগাস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দু'দিনের মধ্যে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। যে ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ ওয়ানডে ম্যাচ খেলবে, সেই স্টেডিয়ামেই শুভারম্ভ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের। ৩ আগস্ট প্রথম কুড়ি ওভারের যুদ্ধ। ৬ আগস্ট দ্বিতীয় টি-২০ ম্যাচ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। তৃতীয় টি-২০ ৮ আগস্ট এই মাঠেই। চতুর্থ (১২ আগস্ট) ও পঞ্চম টি-২০ ম্যাচ (১৩ আগস্ট) দু'টি হবে মার্কিন মুলুকে। ফ্লোরিডার লডারহিলে অবস্থিত সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে।
আরও পড়ুন: EXPLAINED | IPL 2024: এবার ভারতে নয়, ফের পুরো আইপিএল বিদেশে! কিন্তু কেন?