বিশ্বরেকর্ড গড়ে বোল্ট আবার সোনা ছেলে

ফের জয়ে ফিরলেন উসেইন বোল্ট। বিশ্বের দ্রুততম মানব আবার তাঁর সিংহাসন ফিরে পেলেন। নরওয়ে বিসলেটে ডায়মন্ড লিগে বোল্ট বিশ্বরেকর্ড গড়ে জামাইকান জিতলেন ২০০ মিটার দৌড়ে। ২০০ মিটার দৌড়াতে বোল্ট সময় নেন মাত্র ১৯.৭৯ সেকেন্ড। বিশ্লরেকর্ড গড়ে সোনা জেতার পর অলিম্পিকে ছয়টি সোনাজয়ী দৌড়বিদ বললেন, তিনি ১৯.৫০ সেকেন্ডের নীচে ২০০ মিটার দৌড় শেষ করার ক্ষমতা রাখেন।

Updated By: Jun 14, 2013, 01:16 PM IST

ফের জয়ে ফিরলেন উসেইন বোল্ট। বিশ্বের দ্রুততম মানব আবার তাঁর সিংহাসন ফিরে পেলেন। নরওয়ে বিসলেটে ডায়মন্ড লিগে বোল্ট বিশ্বরেকর্ড গড়ে জামাইকান জিতলেন ২০০ মিটার দৌড়ে। ২০০ মিটার দৌড়াতে বোল্ট সময় নেন মাত্র ১৯.৭৯ সেকেন্ড। বিশ্লরেকর্ড গড়ে সোনা জেতার পর অলিম্পিকে ছয়টি সোনাজয়ী দৌড়বিদ বললেন, তিনি ১৯.৫০ সেকেন্ডের নীচে ২০০ মিটার দৌড় শেষ করার ক্ষমতা রাখেন।
প্রসঙ্গত, ছ দিন আগে ডায়মন্ড লিগে ১০০ মিটারে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী আমেরিকার জাস্টিন গ্যাটলিনের কাছে হেরে গিয়েছিলেন বোল্ট। চোট কাটিয়ে প্রায় এক মাস পর ট্র্যাকে ফেরা সুখকর ছিল না উসাইন বোল্টের। রোমের ডায়মন্ড লিগে ১০০ মিটার দৌড়ের শিরোপা জিততে ব্যর্থ হন বিশ্বের দ্রুততম মানব।

Tags:
.