বিশ্বকাপে খেলাতে হলে, আগে কেদার এবং মণীশকে ১০০ ম্যাচ খেলানো হোক বললেন বীরু

Updated By: Aug 29, 2017, 02:07 PM IST
বিশ্বকাপে খেলাতে হলে, আগে কেদার এবং মণীশকে ১০০ ম্যাচ খেলানো হোক বললেন বীরু

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কা সফরের জন্য একদিনের দলে অভিজ্ঞ যুবরাজ সিং এবং সুরেশ রায়নাকে ভারতীয় দলে রাখেননি নির্বাচকরা। বদলে, এমএসকে প্রসাদদের আস্থা কেদার যাদব এবং মণীশ পাণ্ডেদের উপর। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে হয়ে যাওয়া তিনটে একদিনের ম্যাচেই খেলেছেন কেদার যাদব। যদিও এখনও একটি ম্যাচেও খেলার সূযোগ পাননি মণীশ পাণ্ডে। আর এই বিষয় নিয়েই প্রশ্ন তুলেছেন, ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহেবাগ। তাঁর বক্তব্য, বিশ্বকাপের মতো কঠিন প্রতিযোগিতায় যদি খেলাতেই হয়, তাহলে কেদার যাদব এবং মণীশ পাণ্ডেকে বিশ্বকাপের আগে অন্তত একশো ম্যাচ খেলার সূযোগ দেওয়া হোক। তবেই, তো ওরা অভিজ্ঞ হয়ে উঠবে।

আরও পড়ুন শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি দলে নিল ডেল স্টেনকে

বীরেন্দ্র সেহবাগ বলেছেন, 'কেদার এবং মণীশের সেভাবে অভিজ্ঞতা নেই। ওদের যদি বিশ্বকাপে খেলানো হয়, তাহলে তার আগে অন্তত একশোটা ম্যাচ খেলিয়ে নেওয়া হোক। যুবরাজ এবং রায়না কিন্তু ভারতীয় দলের ব্যাটিংকে সবসময় ভরসা দেবে।'

আরও পড়ুন  সাঙ্গাকারার স্টাম্প আউটের রেকর্ড ছোঁয়ার পর এবার ব্যাট হাতেও রেকর্ড ধোনির

.