IPL 2021, MI vs CSK: বোল্টের বলে ব্যাট ভাঙা শটে আউট রায়না! সোশ্যালে চর্চায় ভিডিয়ো

ফাফ আউট হওয়ার পর চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভাঙতে থাকে। 

Updated By: Sep 20, 2021, 11:01 AM IST
IPL 2021, MI vs CSK: বোল্টের বলে ব্যাট ভাঙা শটে আউট রায়না! সোশ্যালে চর্চায় ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: সুরেশ রায়নার (Suresh Raina) জন্য আইপিএলের (IPL 2021) দ্বিতীয় ভাগের প্রথম ম্যাচের অভিজ্ঞতা একেবারেই সুখকর হল না। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রায়না মাত্র ৬ বল খেলেই ডাগআউটে ফিরে যান ৪ রান করে। শুধু তাই নয়, উইকেট ছুড়ে দেওয়ার সময় রায়নার ব্যাটের নিচের দিকের বেশ কিছুটা অংশও ভেঙে যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তে শুরু করে।

আরও পড়ুন: IPL 2021, MI vs CSK: মেজাজ হারান ধোনিও! 'ক্যাপ্টেন কুল' যখন রেগে 'হট', রইল ভিডিয়ো

মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করে চেন্নাই। ফাফ দু প্লেসিসের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রুতুরাজ। ফাফ মাত্র ৩ বল খেলেই আউট হয়ে যান। টেন্ট বোল্টের বলের অ্যাডাম মিলনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ফাফ আউট হওয়ার পর চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভাঙতে থাকে। পরের চার ব্যাটসম্যানের মিলিত স্কোর ছিল মাত্র ৭! যার মধ্যে ছিলেন রায়নাও। রায়না কিউয়ি পেসার ট্রেন্ট বোল্টের বল চালিয়ে খেলতে গিয়েছিলেন, কিন্তু বল সোজা চলে যায় পয়েন্টে দাঁড়ানো রাহুল চাহারের হাতে। এই শট নিতে গিয়েই বাঁ-হাতি ব্যাটসম্যান তাঁর ব্যাট ভেঙে ফেলেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.