অধিনায়ক চাই ধোনিকেই: রায়না

অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিং ধোনিকেই চান সুরেশ রায়না। ধোনির পাশে দাঁড়িয়ে রায়নার বক্তব্য ধোনি আরও সম্মান পাওয়া উচিত। 

Updated By: Jun 26, 2015, 09:15 PM IST
অধিনায়ক চাই ধোনিকেই: রায়না

ব্যুরো: অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিং ধোনিকেই চান সুরেশ রায়না। ধোনির পাশে দাঁড়িয়ে রায়নার বক্তব্য ধোনি আরও সম্মান পাওয়া উচিত। 

আর অশ্বিনের পর এবার সুরেশ রায়না দাঁড়ালেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাশে। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ হারের পর ধোনির নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। শেষ একদিনের ম্যাচ খেলতে নামার আগে ধোনির পাশে দাঁড়িয়ে অশ্বিন বলেন তিনি অধিনায়কের জন্য মাঠে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারেন। এরপর মীরপুরে শেষ একদিনের ম্যাচে জিতে রায়না পরিস্কার জানিয়ে দিলেন ধোনি আরও সম্মান পাওয়ার যোগ্য।
                           
রবি শাস্ত্রী কোহলিদের টিম ডিরেক্টর হয়ে গেলেও বাংলাদেশের বিপক্ষে একদিনের সিরিজ হারের পর সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন দলে কোচের প্রয়োজন ছিল। সিরিজের শেষ ম্যাচের পর কোচ নিয়ে সাংবাদিকদের ঠিক একই প্রশ্নে রায়না খানিকটা অস্বস্তিতে পড়ে যান। বাংলাদেশের কাছে সিরিজ হারলেও আইসিসির একদিনের র‍্যাঙ্কিংয়ে ২ নম্বর স্থান ধরে রাখল ভারত। আর সিরিজ জিতে ৭ নম্বরে উঠে এল বাংলাদেশ।

.