Surajit Sengupta Passed Away: এক নজরে দেখে নিন কিংবদন্তির বর্ণাঢ্য ফুটবল কেরিয়ার

ময়দানের রঙ খোয়াল শিল্পীকে হারিয়ে।

Updated By: Feb 17, 2022, 05:26 PM IST
Surajit Sengupta Passed Away: এক নজরে দেখে নিন কিংবদন্তির বর্ণাঢ্য ফুটবল কেরিয়ার
এক নজরে সুরজিৎ সেনগুপ্ত

নিজস্ব প্রতিবেদন: বাংলার ফুটবলে বৃহস্পতির দুপুরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সুভাষ ভৌমিকের (Subhas Bhowmick) মৃত্যুর কিছু দিনের মধ্যেই আরেক ফুটবল নক্ষত্র পতন। চলে গিয়েছেন কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta)। ৭১ বছর বয়সে জীবনের ময়দান ছাড়তে হয়েছে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা শিল্পী ফুটবলারকে। করোনা ও একাধিক রোগে আক্রান্ত হয়ে চিরঘুমের দেশে চলে গেলেন সুরজিৎ। অবশেষে মৃত্যু নামের ডিফেন্ডারকে ট্যাকেলকে আর জীবনের গোলটা করতে পারলেন না সুরজিৎ। এই প্রতিবেদনে রইল কিংবদন্তির বর্ণাঢ্য ফুটবল কেরিয়ারের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান।

আরও পড়ুন: Surajit Sengupta Passed Away: কোন আফশোস নিয়ে চিরঘুমে গেলেন সুরজিৎ সেনগুপ্ত?

আরও পড়ুন: Surajit Sengupta Passed Away: ৭৫-এর ডার্বিতে কোন অপমানের বদলা নিয়েছিলেন 'শিল্পী' সুরজিৎ? স্মৃতিচারণে শ্যাম থাপা, রঞ্জিত মুখোপাধ্যায়

আরও পড়ুন: Surajit Sengupta Passed Away: ৭০-এ থামল লড়াই, বন্ধু সুভাষের কাছে চলে গেলেন সুরজিৎ সেনগুপ্ত

ক্লাব ফুটবল

খিদিরপুর ১৯৭০, ৭১
মোহনবাগান ১৯৭২, ৭৩, ৮১, ৮২, ৮৩। ট্রফি ১০, গোল ৫৪
ইস্টবেঙ্গল ১৯৭৪–‌৭৯। ট্রফি ১২, গোল ৯৮
মহমেডান ১৯৮০। ট্রফি ২, গোল ২
জর্জ টেলিগ্রাফ ১৯৮৪

ডার্বিতে গোল ৩
১৯৭৪–এর লিগে আকবরের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা
১৯৭৮–এ ইস্টবেঙ্গলের অধিনায়ক

‌বাংলার হয়ে
সন্তোষ ট্রফিতে ১৯৭৫–‌৭৯, টানা পাঁচবার চ্যাম্পিয়ন দলের সদস্য। ৭৬–এ অধিনায়ক। গোল ২৬টি

দেশের হয়ে
১৯৭৪ এশিয়ান গেমস (‌তেহরান)‌
১৯৭৪ মারডেকা (‌মালয়েশিয়া)‌
১৯৭৮ এশিয়ান গেমস (‌ব্যাঙ্কক)‌

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.