বাংলাদেশ সফর: টেস্টে খেলুক বিরাট, ছুটি নিক একদিনের সিরিজে, মত সানির
বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল নির্বাচন নিয়ে ক্রমশ চাপ বাড়ছে সিনিয়র ক্রিকেটারদের উপর। কারণ ইতিমধ্যেই বিরাট কোহলি, আর অশ্বিনের মতন সিনিয়ররা বিশ্রাম চেয়েছেন। টানা খেলার ধকল এড়াতে তারা এই সিরিজে খেলতে চাননা বলে জানিয়েছেন বোর্ডকে। কিন্তু বিসিসিআই কর্তারা এবার বাংলাদেশ সফরে প্রথম সারির দল পাঠাতে মরিয়া। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যে পারফরম্যান্স দেখিয়েছি তাতে বিসিসিআই কোনও ঝুঁকি নিতে চায় না। কিন্তু বিরাটদের আবদারও ফেলে দেওয়ার মতন নয়। এই পরিস্থিতিতে সুনীল গাভাসকরের পরামর্শ বিরাট কোহলি খেলুক বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। বরং একদিনের সিরিজে তাকে বিশ্রাম দিক নির্বাচকরা। এমনটাই মত সানির। বিরাটের সঙ্গে অশ্বিন ও উমেশ যাদবকে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাসকর। তার মতে ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছেন। তিনি এমনিতেই একদিনের সিরিজের আগে কয়েকদিন বিশ্রাম পেয়ে যাবেন। ফলে মাহির ক্ষেত্রে বিরাটের মতন এই সমস্যা নেই।
ওয়েব ডেস্ক: বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল নির্বাচন নিয়ে ক্রমশ চাপ বাড়ছে সিনিয়র ক্রিকেটারদের উপর। কারণ ইতিমধ্যেই বিরাট কোহলি, আর অশ্বিনের মতন সিনিয়ররা বিশ্রাম চেয়েছেন। টানা খেলার ধকল এড়াতে তারা এই সিরিজে খেলতে চাননা বলে জানিয়েছেন বোর্ডকে। কিন্তু বিসিসিআই কর্তারা এবার বাংলাদেশ সফরে প্রথম সারির দল পাঠাতে মরিয়া। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যে পারফরম্যান্স দেখিয়েছি তাতে বিসিসিআই কোনও ঝুঁকি নিতে চায় না। কিন্তু বিরাটদের আবদারও ফেলে দেওয়ার মতন নয়। এই পরিস্থিতিতে সুনীল গাভাসকরের পরামর্শ বিরাট কোহলি খেলুক বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। বরং একদিনের সিরিজে তাকে বিশ্রাম দিক নির্বাচকরা। এমনটাই মত সানির। বিরাটের সঙ্গে অশ্বিন ও উমেশ যাদবকে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাসকর। তার মতে ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছেন। তিনি এমনিতেই একদিনের সিরিজের আগে কয়েকদিন বিশ্রাম পেয়ে যাবেন। ফলে মাহির ক্ষেত্রে বিরাটের মতন এই সমস্যা নেই।