আইপিএল থেকে ছিটকে যাবেন নারিন?

ফের বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে সুনীল নারিন। তার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন আইপিএল ম্যাচ অফিসিয়ালরা। বুধবার বিশাখাপত্তনমে নাইট রাইডার্স বনাম সানরাইজার্স ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহপ্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালরা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে আপাতত আইপিএলে নারিনের খেলা নিয়ে কোনও সমস্যা নেই। তবে বিসিসিআই তাকে বোলিং অ্যাকশনের ত্রুটি এড়াতে রামচন্দ্র অর্থোস্কোপি স্পোর্টস অ্যান্ড সায়েন্সের সাহায্য নিতে বলতে পারে। গতবছর চ্যাম্পিয়ন্স লিগে নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। তার জেরে আইসিসি  নির্বাসিত করেছিল নারিনকে। কয়েক মাস আগে নিজের বোলিং অ্যাকশনের ত্রুটি শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।

Updated By: Apr 25, 2015, 02:12 PM IST
আইপিএল থেকে ছিটকে যাবেন নারিন?

ওয়েব ডেস্ক: ফের বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে সুনীল নারিন। তার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন আইপিএল ম্যাচ অফিসিয়ালরা। বুধবার বিশাখাপত্তনমে নাইট রাইডার্স বনাম সানরাইজার্স ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহপ্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালরা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে আপাতত আইপিএলে নারিনের খেলা নিয়ে কোনও সমস্যা নেই। তবে বিসিসিআই তাকে বোলিং অ্যাকশনের ত্রুটি এড়াতে রামচন্দ্র অর্থোস্কোপি স্পোর্টস অ্যান্ড সায়েন্সের সাহায্য নিতে বলতে পারে। গতবছর চ্যাম্পিয়ন্স লিগে নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। তার জেরে আইসিসি  নির্বাসিত করেছিল নারিনকে। কয়েক মাস আগে নিজের বোলিং অ্যাকশনের ত্রুটি শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।

.