যাও, আগে রঞ্জি খেল, রোহিতকে পরামর্শ সানির

রোহিত শর্মাকে রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দিলেন সুনীল গাভাসকর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুটো টেস্টে রোহিতের রান মাত্র ছাব্বিশ। চার ইনিংসে রোহিতের সর্বোচ্চ রান তেইশ। ফিরোজ শা কোটলায় দুইনিংসে এক ও শূণ্য রান করেন রোহিত। দ্বিতীয় ইনিংসে তিন নম্বর পজিশনে রোহিতকে নামিয়েও রানে ফেরানো যায়নি। মিডল অর্ডারে একেবারেই অসফল হয়েছেন ভারতের একদিনের ক্রিকেটের এই ওপেনার। সানি বলেন এই মূহুর্তে ভারতীয় টেস্ট দলে রোহিতের বিকল্প ক্রিকেটার পাওয়াটা খুবই কঠিন। তাই বড় ফরম্যাটে খেলে রোহিতকে ফর্মে ফেরার পরামর্শ দিয়েছেন গাভাসকর।

Updated By: Dec 6, 2015, 09:14 PM IST
যাও, আগে রঞ্জি খেল, রোহিতকে পরামর্শ সানির

ব্যুরো: রোহিত শর্মাকে রঞ্জি ট্রফিতে খেলার পরামর্শ দিলেন সুনীল গাভাসকর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুটো টেস্টে রোহিতের রান মাত্র ছাব্বিশ। চার ইনিংসে রোহিতের সর্বোচ্চ রান তেইশ। ফিরোজ শা কোটলায় দুইনিংসে এক ও শূণ্য রান করেন রোহিত। দ্বিতীয় ইনিংসে তিন নম্বর পজিশনে রোহিতকে নামিয়েও রানে ফেরানো যায়নি। মিডল অর্ডারে একেবারেই অসফল হয়েছেন ভারতের একদিনের ক্রিকেটের এই ওপেনার। সানি বলেন এই মূহুর্তে ভারতীয় টেস্ট দলে রোহিতের বিকল্প ক্রিকেটার পাওয়াটা খুবই কঠিন। তাই বড় ফরম্যাটে খেলে রোহিতকে ফর্মে ফেরার পরামর্শ দিয়েছেন গাভাসকর।

.