EXPLAINED | India vs Australia Pink-Ball Test: জোড়া শর্তেই ভারত ঘুরে দাঁড়াবে অ্যাডিলেডে, জলের মতো বুঝিয়ে দিলেন গাভাসকর

Sunil Gavaskar On India vs Australia Pink-Ball Test: গাভাসকর মনে করছেন ভারত ঘুরে দাঁড়াবেই, তবে মানতে হবে দুই শর্ত

Updated By: Dec 6, 2024, 09:03 PM IST
EXPLAINED | India vs Australia Pink-Ball Test: জোড়া শর্তেই ভারত ঘুরে দাঁড়াবে অ্যাডিলেডে, জলের মতো বুঝিয়ে দিলেন গাভাসকর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাডিলেডে (Australia vs India, 2nd Test at Adelaide, AUS vs IND) শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া গোলাপি বলে দিন-রাতের টেস্ট (India vs Australia Pink-Ball Test)। ব্যাটিং ভরাডুবিতে মাত্র ১৮০ রানে শেষ হয়ে গিয়েছে রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম ইনিংস। অজি সুপারস্টার মিচেল স্টার্ক (Mitchell Starc) একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। 

আরও পড়ুন: অ্যাডিলেডে নীতীশের অবিশ্বাস্য ছয়! আকস্মিকতায় বোলান্ড 'বোবা', বুমরা থ...

দিনের শেষে ভারতের ঝুলিতে এসেছে মাত্র ১ উইকেট। জসপ্রীত বুমরার দৌলতে ওপেনার উসমান খোয়াজা (৩৫ বলে ১৩) আউট হয়েছেন। অজিরা পিছিয়ে মাত্র ৯৪ রানে। তাদের হাতে রয়েছে ৯ উইকেট। স্কোরবোর্ডে জুড়েছে ৮৬ রান। নাথান ম্যাকসুইনি (৩৮) ও মার্নাস লাবুশানে (২০) অপরাজিত রয়েছেন। কার্যত ভারত পিছিয়ে রয়েছে অ্যাডিলেডে। তবে সুনীল গাভাসকর মনে করছেন এখান থেকেও ভারত পাল্টা আঘাত দিতে সক্ষম। 

কিংবদন্তি ক্রিকেটার এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্‍কারে বলেছেন, 'আমরা পারথে দেখেছি যে, ১৫০ -র স্কোরও ভারতীয়দের জন্য যথেষ্ট ভাল ছিল ৪৬ রানের ছোট লিড নিতে। স্পষ্টতই এই ভারতীয় দল পাল্টা দিতে সক্ষম। ভারতকে ভালো লেন্থ বল করতে হবে যেটা সন্ধের দিকে তারা করেছে। প্রথম ইনিংসে ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথকে নিয়ে চার উইকেট তুলে নিতে পারলেই ভারত ফিরে আসবে। ভারত হয়তো বড় লিড পাবে না, তবে খেলায় কিন্তু থাকবে।' দেখা যাক বুমরা-সিরাজ-রানারা এবার কী করেন! 

আরও পড়ুন: 'তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি'... রাজুদা এবার জামাইকায় বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে!

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

.