Sunil Chhetri: বাবা হলেন ভারত অধিনায়ক, চলে এল সেই প্রতীক্ষিত সুখবর

Sunil Chhetri Becomes Father: প্রতীক্ষার অবসান। চলে এল সুখবর। বাব হলেন সুনীল ছেত্রী। মা হলেন সোনম ভট্টাচার্য। ভারত অধিনায়কের জীবনে শুরু হল নতুন অধ্য়ায়।

Updated By: Aug 31, 2023, 01:49 PM IST
Sunil Chhetri: বাবা হলেন ভারত অধিনায়ক, চলে এল সেই প্রতীক্ষিত সুখবর
বাবা হলেন সুনীল, মা হলেন সোনম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা হলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri Becomes Father)। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী সোনম ভট্টাচার্য (Sonam Bhattacharya)। এবার দাদু মোহনবাগানের কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। গর্ভাবস্থায় সোনম ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন মা এবং সন্তান দু'জনেই সুস্থ আছেন বেঙ্গালুরুর হাসপাতালে। গত ১২ জুন ভানুয়াতুর (Vanuatu) বিরুদ্ধে গোল করে, নিজের সেলিব্রেশনের মধ্যে দিয়েই ক্যাপ্টেন 'ফ্যান্টাস্টিক' বুঝিয়ে দিয়েছিলেন যে,  শীঘ্রই তাঁর ঘর আলো করে আসতে চলেছে জুনিয়র ছেত্রী। সেদিন কলিঙ্গ স্টেডিয়ামের গ্যালারিতে হাজির ছিলেন সোনম। সুনীল গোল করেই, জার্সির মধ্যে বল ঢুকিয়ে স্ত্রী সোনমকে চুমু ছুড়ে দিয়েছিলেন। ক্যাপ্টেনের ওই মুহূর্ত রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। হৃদয় জিতে নিয়েছিলেন সুনীল। দেশের হয়ে সেদিন তিনি ৮৬ নম্বর গোলটি করেছিলেন। দেশকে নিয়ে গিয়েছিলেন আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে। আগে জানা গিয়েছিল যে, সুনীল সেপ্টেম্বরে বাবা হবেন। তবে অগস্টের শেষ তারিখেই চলে এল সুখবর।

আরও পড়ুন: East Bengal vs NorthEast United: বর্ণবিদ্বেষ থেকে অভব্যতা, অভিযুক্ত লাল-হলুদ! ধেয়ে এল বিতর্কের মহাপ্রলয়

চিনে এশিয়াডে অংশ নেওয়ার আগে ভারত খেলবে কিংস কাপে। এই টুর্নামেন্টে যে, সুনীল খেলবেন না, তা আগেই জানা গিয়েছিল। কারণ সুনীল এখন কিছুদিন থাকবেন তাঁর পরিবারের সঙ্গে। গত মঙ্গলবার ইগর স্তিমাচ যখন কিংস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন, তখনই ছবিটি পরিষ্কার হয়ে গিয়েছিল। কারণ সুনীলকে ছাড়াই দল ঘোষণা করেন তিনি।আগামী ৭ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডে শুরু কিংস কাপ। চলবে ১০ সেপ্টেম্বর। ভারত ছাড়া কিংস কাপে খেলবে  ইরাক, থাইল্যান্ড এবং লেবানন। ৭ সেপ্টেম্বর ভারত খেলবে ইরাকের বিরুদ্ধে। ক্রমতালিকায় তারা ভারতের থেকে ২৯ ধাপ এগিয়ে। সেই দিনই লেবানন এবং থাইল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলবে। দু’টি ম্যাচের জয়ীরা খেলবে ফাইনাল। ১০ সেপ্টেম্বর সেই ম্যাচ। ২০১৯ সালে কিংস কাপে ব্রোঞ্জ জিতেছিল ভারত।

কিংস কাপে ভারতীয় দল: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমিত সিং। আশিস রাই, নিখিল পূজারি, সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, শুভশিস বসু, জিকসন সিং, থুনাওজাম, সুরেশ সিং ওয়াংজাম, ব্রেন্ডন ফার্নান্ডেজ, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরুনিয়ান, নাওরেম মহেশ সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রহিম আলি ও রাহুল কেপি।

এশিয়াডে ভারতীয় দল: গুরপ্রীত সিং সান্ধু, গুরমিত সিং, ধীরজ সিং মইরাংথেম, সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার আলি, নরেন্দ্র গেহলট, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, রোশন সিং, আশিস রাই, জিকসন সিং, সুরেশ সিং, আপুইয়া রালতে, অমরজিত সিং কিয়ান, রাহুল কেপি, নাওরেম মহেশ, শিবা শক্তি নারায়ণন, রহিম আলি, অনিকেত যাদব, বিক্রম প্রতাপ সিং, রোহিত দানু ও সুনীল ছেত্রী

আরও পড়ুন: Mohun Bagan Super Giant: মহাযুদ্ধে নক্ষত্রহীন মেরিনার্স! অজি বিশ্বকাপারের প্রবল গর্জন, কী বলছেন ফেরান্দো-কামিন্স?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.