ISL-এ প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক সুনীল ছেত্রীর

Updated By: Oct 28, 2015, 10:47 PM IST
 ISL-এ প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক সুনীল ছেত্রীর

আইএসএলের ইতিহাসে প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করলেন সুনীল ছেত্রী। আরব সাগরে সুনীলের ম্যাজিকের ওপর ভর করে নর্থ-ইস্ট ইউনাইটেডকে পাঁচ-এক গোলে উড়িয়ে দিল মুম্বই সিটি। ম্যাচে ৪৮ মিনিটের মধ্যে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলেন ভারতের সেরা তারকা।

 ম্যাচের একান্ন মিনিটে আইএসএলে নিজের প্রথম গোলটি করেন সোনি নর্ডি। ম্যাচের শেষদিকে মুম্বইয়ের পঞ্চম গোলটি করেন বার্টিন। সেই গোলেরও ঠিকানা লেখা পাশ বাড়ান সুনীল। এই জয়ের ফলে ছয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুনম্বরে উঠে এলেন সুনীলরা।

এদিকে, খারাপ পারফরম্যান্সের জন্য সচিন তেন্ডুলকরের দল কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব ছাড়লেন হেড কোচ পিটার টেলর। টেলরের জায়গায় কোচ হচ্ছেন ট্রেভর মর্গ্যান।

.