অস্ট্রেলিয়ার বিরুদ্ধে "ডু অর ডাই" ম্যাচ

রবিবার সিডনিতে ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে খেলতে নামার আগে বেশ চাপে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একদিকে ড্রেসিংরুমের বিভাজন মেটাতে বোর্ডের চাপ উল্টোদিকে এই ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। খানিকটা চাপে পড়েই ধোনিকে বলতে হচ্ছে দলে কোন বিভাজন নেই।

Updated By: Feb 25, 2012, 08:43 PM IST

রবিবার সিডনিতে ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে খেলতে নামার আগে বেশ চাপে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একদিকে ড্রেসিংরুমের বিভাজন মেটাতে বোর্ডের চাপ উল্টোদিকে এই ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। খানিকটা চাপে পড়েই ধোনিকে বলতে হচ্ছে দলে কোন বিভাজন নেই।
যদিও বৃহস্পতিবার দলের ম্যানেজার, মিডিয়া ম্যানেজার ও সিনিয়র ক্রিকেটারদের বৈঠকেই পরিস্কার হয়ে গিয়েছিল ধোনি-সেওয়াগ বিতর্ক কোন পর্যায়ে পৌঁছেছে। তবে সচিন তেন্ডুলকরের মধ্যস্থতায় এই মূহুর্তে সকলেই সিডনি ম্যাচ জিততে মরিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন সচিন তেন্ডুলকর,সেওয়াগ, গম্ভীর ৩ জন সিনিয়রই। এমনটাই জানিয়েছেন ধোনি। তাঁর মতে টুর্নামেন্টের প্রথম দিকে রোটেশনের আশ্রয় নেওয়া হয়েছিল চোট আঘাত এড়াতে।
কিন্তু টুর্নামেন্টের শেষদিকে রোটেশন পদ্ধতির কোন প্রয়োজন নেই। সিডনিতে ভারতের প্রথম একাদশে একটি পরিবর্তন হতে পারে। অসুস্থ বিনয় কুমারের পরিবর্তে দলে আসতে পারেন জাহির খান। অপরদিকে অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কও সিডনিতেই ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার রাস্তা পরিস্কার করে ফেলতে চান।

.