বিক্ষোভের পিছনে সুব্রত! তাই ব্রাত্য বাবলুদা
ফেডারেশন কাপের পর আই লিগের প্রথম দুটো ম্যাচে মোহনবাগানের খারাপ ফলের পর সুব্রত ভট্টাচার্যকে ফিরিয়ে আনার জন্য তাঁবু থেকে যুবভারতী সর্বত্র বিক্ষোভ দেখিয়েছিলেন সমর্থকরা। চুনী গোস্বামীও সুব্রতর হয়ে সওয়াল করেছিলেন। মোহনবাগানের খারাপ সময়ে পালতোলা নৌকার হাল ধরার জন্য সুব্রতর হাতেই দায়িত্ব তুলে দেওয়া হতে পারে, এমন খবর ছিল ময়দান জুড়ে।
ফেডারেশন কাপের পর আই লিগের প্রথম দুটো ম্যাচে মোহনবাগানের খারাপ ফলের পর সুব্রত ভট্টাচার্যকে ফিরিয়ে আনার জন্য তাঁবু থেকে যুবভারতী সর্বত্র বিক্ষোভ দেখিয়েছিলেন সমর্থকরা। চুনী গোস্বামীও সুব্রতর হয়ে সওয়াল করেছিলেন। মোহনবাগানের খারাপ সময়ে পালতোলা নৌকার হাল ধরার জন্য সুব্রতর হাতেই দায়িত্ব তুলে দেওয়া হতে পারে, এমন খবর ছিল ময়দান জুড়ে। কিন্তু কোচ নিয়ে কর্মকর্তাদের আলোচনাতেই এলেন না সুব্রত ভট্টাচার্য। কেন না কর্তারা আগে থেকে ঠিকই করে রেখেছিলেন যে কোনও পরিস্থিতিই দলের দায়িত্ব দেওয়া হবে না সুব্রত ভট্টাচার্যের হাতে। এব্যাপারে এককাট্টা ছিল শাসকগোষ্ঠী। তাঁদের একাংশ মনে করেন কর্তাদের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছে,তার পেছনে রয়েছেন মোহনবাগানের প্রাক্তন কোচই।