শীর্ষস্থান হারালেন বিরাট, সিংহাসনে স্মিথ
দ্বিতীয় ইনিংসে কেমার রচের বলে গোল্ডেন ডাক। আর তাতেই কোহলির সিংহাসন টলমল।
নিজস্ব প্রতিবেদন: না, খুব একটা সময় নিলেন না নিজের জায়গা পুনরুদ্ধার করতে। মাত্র ৩টি ইনিংস। নির্বাসন কাটিয়ে টেস্টে প্রত্যাবর্তনের পর মাত্র তিন ইনিংসেই বাজিমাত্ করলেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন স্টিভ স্মিথ।
অ্যান্টিগায় প্রথম টেস্টে দুই ইনিংসে বড় রান পেলেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কিংস্টনে প্রথম ইনিংসে ৭৬ রান করলেও, দ্বিতীয় ইনিংসে কেমার রচের বলে গোল্ডেন ডাক। আর তাতেই কোহলির সিংহাসন টলমল। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দু নম্বরে নেমে গেলেন বিরাট।
It didn't take @stevesmith49 too long to find his way back to No.1 on the @MRFWorldwide ICC Test batting rankings!@ajinkyarahane88 has made some significant strides too pic.twitter.com/UJ7aezeosR
— ICC (@ICC) September 3, 2019
Steve Smith has climbed to No.1 in the @MRFWorldwide ICC Test batting rankings, just one point ahead of Virat Kohli!
Details https://t.co/d4po5ePxwf
— ICC (@ICC) September 3, 2019
২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে এক বছরের নির্বাসন কাটিয়ে টেস্টে প্রত্যাবর্তন হয়েছে স্টিভ স্মিথের। অ্যাসেজে তিনটি ইনিংসে মোট ৩৭৮ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ১২৬। কনকাশনের কারণে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেননি স্মিথ। হেডিংলিতে তৃতীয় টেস্টেও খেলেননি স্টিভ স্মিথ। কিন্তু ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুই টেস্টে বিরাটের পারফরম্যান্স মোটের ওপর ভালো নয়। ফলে ২০১৮ সালের অগাস্ট মাস থেকে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে উঠে আসার পর এবার সেই জায়গা খোয়ালেন কোহলি। ৯০৩ রেটিং পয়েন্ট নিয়ে দু নম্বরে কোহলি। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে স্টিভ স্মিথ।
আরও পড়ুন - ASHES 2019: ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে দলে ফিরলেন স্টিভ স্মিথ