WATCH | Steve Smith | Ravindra Jadeja: স্মিথ আউট হয়ে বিশ্বাস করতে পারেননি! থ হয়ে গিয়েছিলেন
Steve Smith Can't Believe As Ravindra Jadeja Rattles His Stumps : ১৭৭ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। সেই স্পিনেই শেষ ক্যাঙারু অ্যান্ড কোং। পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন কামাল করলেন রবীন্দ্র জাদেজা। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। এর মধ্যে স্মিথকে বোল্ড করা নিয়েই চলছে চর্চা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) শেষবার অগাস্টে হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপে (Asia Cup) খেলেছিলেন। এরপর হাঁটুর চোটের জন্য় তাঁর অস্ত্রোপচার হয়। সার্জারি এবং রিহ্যাব পর্ব মিটিয়ে দীর্ঘ পাঁচ মাস পর আন্তর্জাতিক জার্সিতে কামব্য়াক করলেন দেশের তারকা অলরাউন্ডার। জাদেজা দেখিয়ে দিলেন যে, এভাবেও ফিরে আসা যায়। গতবছর জুলাইয়ে বার্মিংহ্য়ামে শেষ টেস্ট ম্যাচ খেলা জাদেজা নাগপুরে জ্বলে উঠলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে একাই তুলে নিলেন পাঁচ উইকেট। লাল বলের ক্রিকেটে এই নিয়ে ১১ বার ফাইফার পেলেন জাডেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থবার। জাদেজার পাঁচ উইকেটের সুবাদেই ক্য়াঙারুরা ১৭৭ রানে গুটিয়ে যায়।
আরও পড়ুন: Ravindra Jadeja | BGT 2023: ফাইভস্টার কামব্যাক 'রকস্টার'-এর, জাদেজা জুজুতে ক্যাঙারুরা শেষ ১৭৭ রানে
আরও পড়ুন: Ravichandran Ashwin, BGT 2023: 'এক ঢিলে দুই পাখি মেরে' কোন জোড়া রেকর্ড গড়লেন অশ্বিন? জেনে নিন
জাদেজা এদিন মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ম্যাট রেনেশ, পিটার হ্য়ান্ডসকম্ব ও টডি মারফিকে আউট করেন। তবে স্মিথের বোল্ড নিয়েই চলছে চর্চা। জাদেজার গুড লেন্থ ডেলিভারি ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন স্মিথ। কিন্তু বিশ্ববন্দিত ব্যাটার অবাক হয়ে যান যে, জাদেজার বল প্রত্যাশিত টার্ন তো করলই না। উল্টে স্টাম্প উড়িয়ে দিল। আউটের পর স্মিথের বিশ্বাস হয়নি যে, তাঁকে ফিরতে হবে। হতবাক হয়ে তাকিয়ে ছিলেন অজি মহারথী। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। ভারতে স্মিথের রেকর্ড দুর্দান্ত। আজকের ইনিংসের আগে পর্যন্ত হাফ ডজন ম্যাচে ডজন ইনিংস খেলে তিনি করেছেন ৬৬০ রান। তাঁর গড় ৬০.০০। তিনটি সেঞ্চুরি ও একটি অর্ধ-শতরান এসেছে স্মিথের ব্যাট থেকে। তাঁর সেরা ইনিংস অপরাজিত ১৭৮।