স্টিভ ডার্বিই থাকছেন মোহনবাগানের কোচ
আই লিগে আপাতত স্টিভ ডার্বিই মোহনবাগানের কোচ থাকছেন। ফেডকাপের ব্যর্থতার পর ডার্বিতে মোহভঙ্গ হয়েছিল মোহনবাগান কর্তাদের। তাঁরা মনে করেছিলেন কোচের হোমওয়ার্কের অভাবেই দল ব্যর্থ হয়েছে ফেড কাপে। কিন্তু ডার্বিকে সরানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াল ইউ বি গ্রুপ।
আই লিগে আপাতত স্টিভ ডার্বিই মোহনবাগানের কোচ থাকছেন।
ফেডকাপের ব্যর্থতার পর ডার্বিতে মোহভঙ্গ হয়েছিল মোহনবাগান কর্তাদের।
তাঁরা মনে করেছিলেন কোচের হোমওয়ার্কের অভাবেই দল ব্যর্থ হয়েছে ফেড কাপে।
কিন্তু ডার্বিকে সরানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াল ইউ বি গ্রুপ।
গতবছরের ব্যর্থতার পর নতুন মরসুমে ডার্বিকে মোহনবাগানের কোচ নিয়োগ করেছিলেন প্রধান স্পনসর ইউ বি।
ডার্বির সঙ্গে দু বছরের চুক্তি মোহনবাগানের।মাত্র তিন ম্যাচ দেখেই কোচ সরাতে রাজি ছিলেন না ইউবি কর্তারা।
পাশাপাশি কর্তারাও দ্বিধাবিভক্ত ছিলেন কোচ সরানোর প্রশ্নে।
সেই জাঁতাকলে আটকেই ডার্বিকে সরানোর প্রক্রিয়া থেকে আপাতত সরে আসতে হল মোহনবাগান সচিবকে।
তবে লাইফলাইন হিসাবে আই লিগের প্রথম কয়েকটি ম্যাচই পাচ্ছেন স্টিভ ডার্বি।