BCCI-এর চাবিকাঠি ফের উঠতে পারে শ্রীনির হাতেই!
অমিতাভ ঘোষ
শেষ হয়েও হল না। সবাই ভেবেছিলেন কেরিয়ার শেষ বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসনের। কিন্তু না। অন্তত বোর্ড সূত্রে তাই খবর। সুপ্রিম ধাক্কা খেয়েও ঘুরে দাঁড়াতে মরিয়া বিসিসিআই। আর তার মূল কারিগর না কি শ্রীনিই।
আইনজীবীদের নিয়ে গোপন বৈঠক না কি সেরে ফেলেছেন শ্রীনি। সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতির সামনে না কি আইনের ফাঁক দিয়েই ঘুরপথে ফের মামলা করার স্ট্র্যাটেজি নিচ্ছে বিসিসিআই-এর বিদায়ী কর্তাদের সিংহভাগ। আর তার মাথায় রয়েছেন দুঁদে কর্তা শ্রীনিবাসন। এমনকী সুপ্রিম কোর্ট প্রশাসক বসিয়ে যদি নির্বাচনও করতে বলে, সেক্ষেত্রেও না কি শ্রীনি অনুগামী কর্তারাই জয় পাবেন। সেই প্যানেলও না কি প্রস্তুত।
সেক্ষেত্রে অমিত শাহর পুত্র জয় শাহকে বোর্ড সভাপতি করার চেষ্টা হচ্ছে। নব্য ব্রিগেডের সিংহভাগও না কি থাকছে শ্রীনির হাতেই। সব ঠিকঠাক চললে ভবিষ্যতে বিসিসিআই-এর চাবিকাঠি ফের উঠতে পারে শ্রীনির হাতেই। সামনে না থাকলেও পিছন থেকেই শ্রীনি নেতৃত্ব দেবেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
আরও পড়ুন, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ধোনি, কী বললনে সাক্ষী সিং?