ডবল সেঞ্চুরি করে 'ডন' কে ছুয়ে ক্রিকেটে ইতি টানবে সাঙ্গা, স্বপ্নে বিভোর শ্রীলঙ্কা
কুমার সাঙ্গাকারার পনেরো বছরের ক্রিকেট কেরিয়ারের ইতি ঘটতে চলেছে সারা ওভালে। তাই কুমার সাঙ্গাকারাকে বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত গোটা শ্রীলঙ্কা দল।
ব্যুরো:কুমার সাঙ্গাকারার পনেরো বছরের ক্রিকেট কেরিয়ারের ইতি ঘটতে চলেছে সারা ওভালে। তাই কুমার সাঙ্গাকারাকে বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত গোটা শ্রীলঙ্কা দল।
শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ক বৃহস্পতিবার সারা ওভালে শেষ টেস্ট খেলতে নামছেন। সিংহলী দলের প্রতিটি ক্রিকেটার টেস্ট সিরিজ জিতেই সাঙ্গাকারাকে যোগ্য সম্মান দিতে চাইছেন। তাই গলের জয় ভুলে এখন কলম্বো টেস্ট জিততে মরিয়া শ্রীলঙ্কা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ জানিয়েছেন সাঙ্গাকে দেওয়ার জন্য এর থেকে বড় সম্মান আর কিছু হতে পারে না। সর্বাধিক দ্বিশতরান করার নীরিখে ডন ব্র্যাডম্যানের ঠিক পিছনেই রয়েছেন সাঙ্গা। সাঙ্গাকার দখলে রয়েছে ১০টি দ্বিশতরান ও ১টি ত্রিশতরান। আর মাত্র একটি দ্বিশতরান করতে পারলেই ডনকে ছুঁয়ে ফেলবেন শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ক। বিদায়ী টেস্টে সারা ওভালে সেই নজির সাঙ্গা গড়তে পারেন কি না সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।