ভারতের সঙ্গে মাঝপথেই সিরিজ বাতিল করল ক্যারিবিয়ানরা, বদলি হিসাবে খেলতে আসছে শ্রীলঙ্কা
নাটকীয় মোড় নিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। দেশের বোর্ডের সঙ্গে ঝামেলার জেরে শুক্রবার ক্যারিবিয়ান ক্রিকেটাররা এই সিরিজ বাতিল করল।
ব্যুরো: নাটকীয় মোড় নিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। দেশের বোর্ডের সঙ্গে ঝামেলার জেরে শুক্রবার ক্যারিবিয়ান ক্রিকেটাররা এই সিরিজ বাতিল করল।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ইডেন ম্যাচ বাতিল। ক্যারিবিয়ান ক্রিকেটারদের নাছড় মনোভাবের জন্য মাঝপথেই শেষ হয়ে গেল এই সিরিজ। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক ক্ষতি। সেই ক্ষতি পূরণ করতে ভারতে এসে পাঁচটি একদিনের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। পয়লা নভেম্বর থেকে শুরু এই সিরিজ চলবে পনেরোই নভেম্বর পর্যন্ত।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ দলের অপেশাদারিত্ব মনোভাবে বিস্মিত সৌরভ গাঙ্গুলি। স্যামুয়েলসদের মাঝ পথে সিরিজ ছেড়ে চলে যাওয়াকে ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে বর্ণনা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
ভারত-শ্রীলঙ্কা সিরিজের ভেনু ঠিক না হলেও সিএবির কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-র দাবি প্রথম ম্যাচটি হবে ইডেনেই।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আবেদনে সাড়া দেওয়ার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেল। তিনি বলেন শ্রীলঙ্কা দল খেলার বিষয়ে সবুজ সংকেত দেওয়ায় আন্তর্জাতিক সূচিতে আপাতত কোনও ব্যাঘাত ঘটছে না।