IPL 2021, SRH vs KKR Preview: আগামিকাল অভিযান শুরু কলকাতার, কোন দিকে থাকবে চোখ?

শেষ কয়েক বছর ধরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স  আইপিএলে দাগ কাটতে পারছে না। শেষ দু'বছরই প্লে-অফে যেতে পারেনি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। তবে এই মরসুমে হিসেব বদলাতে মরিয়া অইন মর্গ্যান (Eoin Morgan) অ্যান্ড কোং।

Updated By: Apr 10, 2021, 07:54 PM IST
IPL 2021, SRH vs KKR Preview: আগামিকাল অভিযান শুরু কলকাতার, কোন দিকে থাকবে চোখ?

নিজস্ব প্রতিবেদন: শেষ কয়েক বছর ধরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলে দাগ কাটতে পারছে না। শেষ দু'বছরই প্লে-অফে যেতে পারেনি শাহরুখ খানের (Sharukh Khan) ফ্র্যাঞ্চাইজি। তবে এই মরসুমে হিসেব বদলাতে মরিয়া অইন মর্গ্যান (Eoin Morgan) অ্যান্ড কোং। আগামিকাল চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে চোদ্দতম আইপিএল (IPL 2021) অভিযান শুরু করছে কেকেআর। বিপক্ষে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। এই বছর ওয়ার্নারের অরেঞ্জ আর্মি খেতাব জয়ের জন্য মরিয়া। ২০১৬ সালের চ্যাম্পিয়ন টিম সানরাইজার্স চারবার প্লে-অফ খেলেছে। একবার রানার্স হয়েছে। এবার ট্রফির জন্যই ঝাঁপাবে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি।  

দেখে নেওয়া যাক আগামিকালের সম্ভাব্য KKR টিম: শুভমান গিল (Shubman Gill), রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi), অইন মর্গ্যান (Eoin Morgan), দীনেশ কার্তিক(Dinesh Karthik), শাকিব আল হাসান/সুনীল নারিন (Shakib al Hasan/Sunil Narine), আন্দ্রে রাসেল (Andre Russell), প্যাট কামিন্স (Pat Cummins), কমলেশ নাগারকোটি (Kamlesh Nagarkoti), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna), বরুণ চক্রবর্তী/হরভজন সিং (Varun Chakravarthy/Harbhajan Singh)

আরও পড়ুন: তামান্নার ব্যক্তিগত বিমানে প্রাক্তন প্রেমিক Virat Kohli! সোশ্যাল মিডিয়ায় আলোড়ন নায়িকার পোস্টে

কেকেআর-এর এবারের টিমে আলাদা করে বলতে দুই ক্রিকেটারের নাম। শাকিব আল হাসান ও হরভজন সিং। শাকিব ফরে এসেছেন পুরনো টিমে। তাঁর প্রত্যাবর্তনে দলকে বদলে দেবেই মনে করছেন মর্গ্যান। তিনি বলছেন, "শাকিব দলে অন্যরকম ডায়নামিক্স এনেছে। আমরা একাধিক ভেন্যুতে খেলব। ফলে পরিবেশ ও পিচের চরিত্র বদলে যাবে। শাকিবের মতো একজন স্পিনিং অলরাউন্ডার সে সময় মতো জ্বলে উঠবে। ওর আন্তর্জাতিক সাফল্যের সঙ্গেই আইপিএল সাফল্য ওর হয়ে কথা বলছে।"

অন্যদিকে ৪০ বছরের কিংবদন্তি ভারতীয় স্পিনার ভাজ্জি হতে পারেন কেকেআরের তুরুপের তাস। তাঁকে নিলামে দলে নিয়ে চমকে দিয়েছিল কেকআর। কেউ প্রত্যাশাও করেননি যে, হরভজন খেলতে পারেন কেকেআরের হয়ে। গত দুই মরসুমে চেন্নাইয়ের (CSK) জার্সিতে খেলেছেন হরভজন। এবার মিশন কেকেআর। তরুণদের মঞ্চে তারুণ্য়ের জয়গান যদি আইপিএলের মন্ত্র হয়ে থাকে, তাহলে হরভজন সিং ব্যতিক্রম। দেখতে গেলে ভাজ্জি আজ 'বৃদ্ধ' হয়েছেন। ২০১৯ সালে ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। একটি বা দু'টি নয়, কেরিয়ারে চারটি আইপিএল খেতাব রয়েছে তাঁর। এই মুহূর্তে আইপিএলের পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হরভজন। ১৬০ ম্যাচে ১৫০ উইকেট আছে তাঁর।

দেখে নেওয়া যাক আগামিকালের সম্ভাব্য SRH টিম: ডেভিড ওয়ার্নার (David Warner), জনি বেয়ারস্টো (Jonny Bairstow), মণীশ পাণ্ডে (Manish Pandey), কেন উইলিয়ামসন (Kane Williamson), বিজয় শঙ্কর (Vijay Shankar), প্রিয়ম গর্গ (Priyam Garg), আব্দুল সামাদ (Abdul Samad), রশিদ খান (Rashid Khan), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), টি নটরাজন (T Natarajan) ও সন্দীপ শর্মা (Sandeep Sharma)

আরও পড়ুন: IPL 2021: সোলার ফ্যানের হাওয়ায় পুড়ছে ভুট্টা! বেঙ্গালুরুর বৃদ্ধার কীর্তিতে চমকালেন VVS Laxman

নিঃসন্দেহে এই দলের মহাতারকা ওয়ার্নার। আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ার্নার। এখনও পর্যন্ত ১৪২টি ম্য়াচ খেলে ৫২৫৪ রান এসেছে তাঁর ব্য়াট থেকে। ওয়ার্নারের গড় ৪২.৭১। চারটি সেঞ্চুরি ও ৪৮টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। এবারও দলের অন্যতম ভরসা ওয়ার্নার নিজেই। তবে প্রথম ম্যাচেই কিছুটা হলেও ব্য়াকফুটে সানরাইজার্স। কারণ মারকুটে ওপেনার জেসন রয়কে পাচ্ছেন না ওয়ার্নার। ইংল্যান্ড থেকে শনিবারই ভারতে পা রেখেছেন তিনি। কোভিড বিধি মেনে এখন সাতদিনের আইসোলেশনে থাকতে হবে। ফলে প্রথম ম্য়াচ খেলা হবে না তাঁর। 

.