Sports Calendar 2020: এশিয়া কাপ থেকে বিশ্বকাপ, বছরভর ঠাসা সূচি বিরাটদের

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বছরের শুরুতে নিউ জিল্যান্ড সফর এবং বছরের শেষে অস্ট্রেলিয়া সফর রয়েছে টিম ইন্ডিয়ার।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 1, 2020, 02:17 PM IST
Sports Calendar 2020: এশিয়া কাপ থেকে বিশ্বকাপ, বছরভর ঠাসা সূচি বিরাটদের

নিজস্ব প্রতিবেদন:  ২০২০ সালে ঠাসা সূচি টিম ইন্ডিয়ার সামনে। বিরাটের দলের সামনে আবার বিশ্বকাপের চ্যালেঞ্জ রয়েছে এবার। আইসিসি টুর্নামেন্টে এবছর বিরাটের ভাগ্য ফেরে কিনা সেদিকে তাকিয়ে আপামর ভারতীয় ফ্যানরা।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বছরের শুরুতে নিউ জিল্যান্ড সফর এবং বছরের শেষে অস্ট্রেলিয়া সফর রয়েছে টিম ইন্ডিয়ার। সব মিলিয়ে আইসিসি এক নম্বর টেস্ট দলের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই বছরে। যদিও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ২০২০ সাল শুর করছে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। তার পরেই রয়েছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ। তার পরেই কঠিন কিউই সফর। মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ করেই আইপিএল শুরু হবে। রয়েছে এশিয়া কাপও। অক্টোবর-নভেম্বরে  অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ।  তারপরেই ডনের দেশে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

একনজরে দেখে নিন ২০২০ সালে টিম ইন্ডিয়ার সূচি-
# শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি (হোম) সিরিজ : ৫-১০ জানুয়ারি
# অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের (হোম) সিরিজ : ১৪-১৯ জানুয়ারি
# ভারতের নিউ জিল্যান্ড সফর :২৪ জানুয়ারি থেকে ৪ মার্চ (৫টি টি-২০, ৩টি ওয়ান ডে, ২টি টেস্ট)
# দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের (হোম) সিরিজ :  ১২-১৮ মার্চ
# আইপিএল : মার্চ থেকে মে
# এশিয়া কাপ : সেপ্টেম্বর
# ICC মেন'স টি-২০ ওয়ার্ল্ড কাপ (অস্ট্রেলিয়া): ১৮ অক্টোবর - ১৫ নভেম্বর
# ভারতের অস্ট্রেলিয়া সফর : নভেম্বর থেকে শুরু...

আরও পড়ুন- Sports Calendar 2020: অলিম্পিক থেকে বিশ্বকাপ- খেলার দুনিয়ার বড় বড় ইভেন্ট এই বছরেই

.