বাবরদের ঘূর্ণিতে মাথা ঘুরল অজি ব্যাটসম্যানদের, দুবাই টেস্টে মিসবাদের হাতে দুরমুশ ক্লার্করা
পাকিস্তান-৪৫৪,২৮৬/২
অস্ট্রেলিয়া- ৩০৩, ২১৬
ম্যাচের ফল-পাকিস্তান ২২১ রানে জয়ী
ওয়েব ডেস্ক: এ যেন ফিনিক্স পাখি। ওয়ানডে ক্রিকেটে হোয়াইটওয়াশ হওয়ার পর বিতর্কে জরাজীর্ণ পাকিস্তান টেস্টে দুরমুশ করে দিল অস্ট্রেলিয়াকে। দুবাইয়ে অস্ট্রেলিয়াকে ২২১ রানে হারিয়ে দু টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল পাকিস্তান। অথচ এই টেস্টের শুরুটা পাকিস্তানের হয়েছিল খুব খারাপ।
৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ছিল পাকিস্তান। এরপর ইউনিস খানের দু ইনিংসে শতরান, অখ্যাত-অনভিজ্ঞ দুই স্পিনারের রূপকথা। সব মিলিয়ে দুবাই টেস্টে স্মরণীয় জয় পেল পাকিস্তান। আর অস্ট্রেলিয়া পেল মহালজ্জার হার। আইপিএলের যুগে স্পিনের ফাঁদে বধ হয়ে হারটা অস্ট্রেলিয়ান ক্রিকেটকে অনেক কিছু শিক্ষা দিল।
দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে নায়ক ৩৪ বছরের নবাগত স্পিনার জুলফিকার বাবর (৫/৭৪), অপর স্পিনার ইয়াসির শাহ নিলেন ৫০ রানে ৪ উইকেট। টেস্টে অস্ট্রেলিয়ার ২০টা উইকেটের মধ্যে ১৬টাই নিলেন পাক স্পিনাররা।