Kolkata Metro: নিশ্চিন্তে খেলা দেখতে যান, রাতে আপনার অপেক্ষায় থাকবে মেট্রো, রইল সময়সূচি

Special Kolkata Metro services On Bangladesh vs Pakistan Cricket World Cup 2023 Match: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন। আপনার অপেক্ষায় থাকবে বিশেষ মেট্রো। প্রতিবেদন পড়ে জেনে নিন সময়সূচি।

Updated By: Oct 30, 2023, 03:38 PM IST
Kolkata Metro: নিশ্চিন্তে খেলা দেখতে যান, রাতে আপনার অপেক্ষায় থাকবে মেট্রো, রইল সময়সূচি
মেট্রো রেলের তরফে এল বিরাট আপডেট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লক্ষ্মী পুজোর (Laxmi Puja 2023) পুণ্যলগ্নে, ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুভ সূচনা হয়েছিল চলতি বিশ্বকাপের (ICC Men’s Cricket World Cup -2023)। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফের ইডেনে কাপযুদ্ধের ম্য়াচ। মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান (Bangladesh vs Pakistan, Cricket World Cup 2023)। লক্ষ্মী পুজোয় সাকিব আল হাসানরা  (Shakib Al Hasan) খেলেছিলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ((Netherlands vs Bangladesh Highlights, World Cup 2023)। এবার পদ্মাপাড়ের দেশের লড়াই বাবর আজমের (Babar Azam) ওয়াঘার ওপারের দেশের বিরুদ্ধে। 

আরও পড়ুন:  WATCH | Bangladesh: হতাশায় বাংলাদেশি সমর্থক নিজেকেই জুতোলেন! সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স

বাংলাদেশ ও পাকিস্তান, দুই দলই বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছে। তবে এই ম্য়াচ ঘিরেও কিন্তু রীতিমতো উত্তেজনা রয়েছে। বলে দেওয়া যেতে পারে যে, ইডেনে একটি আসনও ফাঁকা থাকবে না। বিশ্বকাপের ম্য়াচ বলে কথা। বাংলাদেশে থেকেও বহু মানুষ কলকাতায় এসেছেন প্রিয় দলের খেলা দেখতে। কলকাতার ক্রিকেট অনুরাগীদের কাছে একটাই প্রশ্ন যে, ইডেনে ম্য়াচ শেষ হতে হতে রাত হয়ে যাবে। তখন কি তাঁরা মেট্রো ধরতে পারবেন? আর এই উত্তর দিয়ে দিল খোদ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষই।

কলকাতা মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, দু'টি বিশেষ মেট্রোর ব্য়বস্থা করা হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্য়াচের কথা ভেবে। একটি মেট্রো এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাবে, অন্যটি যাবে এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ। রাত ১০টা ৪৫ মিনিটে দু'টি মেট্রো এসপ্ল্যানেড থেকে ছাড়বে। দক্ষিণেশ্বর ও কবি সুভাষে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। প্রতি স্টেশনেই ট্রেন থামবে। ফলে আপনি নিশ্চিন্তে খেলা দেখতে আসুন ইডেনে। আপনার অপেক্ষায় থাকবে মেট্রো।

আরও পড়ুন: Gautam Gambhir | Rohit Sharma: 'কোনও পিআর বা মার্কেটিং...' রোহিতের রিপোর্ট কার্ড দিলেন গম্ভীর

নেদারল্যান্ডস ম্য়াচের পর সাকিব বলেছিলেন যে, তাঁর টিম এতটাও খারাপ নয় যতটা খারাপ খেলেছে এই বিশ্বকাপে। তিনি বলেন, 'দেখুন এই হার মেনে নেওয়া কঠিন, হজম করা খুবই কঠিন। তবে আমি বলব, ক্রিকেটে এরকম হতেই পারে। ডাচদের কৃতিত্ব দিতেই হবে। তারা শৃঙ্খলাবদ্ধ বোলিং করেছে এবং আমরা বাজে খেলেছি। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে, আমরা সত্যিই খুব আন্ডার পারফর্ম করেছি। তবে আমি অন্তত এটা বিশ্বাস করি যে, আমরা এতটাও খারাপ দল নই, যেভাবে আমরা পারফর্ম করেছি। হতে পারে সেটা বিশ্বকাপের আবহের জন্য়। সবার ওপর প্রত্যাশার চাপ থাকে। কারণগুলি খুঁজে বার করতে হবে আমাদের।' সাকিব কাউকে দোষ দিতে রাজি নন। তিনি বলেন, এই পারফরম্যান্সের জন্য কাউকে দোষ দেওয়া ঠিক নয়। আমরা যে ১৫ জন এসেছি, আমরা এর চেয়ে ভালো দল। আমি বিশ্বাস করি। এটা ঠিক যে, সেভাবে আমরা কিছুই করতে পারিনি এবার। অনেক হতাশাজনক আমাদের পারফরম্যান্স। আমি নিশ্চিত যে, আমার এই কথা গোটা ড্রেসিংরুমের সবাই স্বীকার করবে যে, আমরা যা করতে পারি, তার কিছুই করতে পারিনি এবার।' হাফ ডজন ম্যাচে, মাত্র দু’টি জয় পাকিস্তানের। চার পয়েন্ট নিয়ে টেবলে ছয় নম্বরে তারা। অন্যদিকে ছয় ম্যাচের মাত্র একটিতেই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। তাদের পকেটে দুই পয়েন্ট। মঙ্গলবার দুই দলই ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

 

 

.