মাথায় বল লেগে মৃত্যু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের

ক্রিকেট বলের আঘাতে মৃত্যু হল আরও এক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার ঘরোযা ক্রিকেটের প্রিমিয়ার লিগের এক ম্যাচে ড্যারেন র‌্যান্ডাল নামের এক ক্রিকেটারের মাথায় বল লাগে। ৩২ বছরের র‌্যান্ডাল ব্যাট করছিলেন। হঠাত্‍ই শর্ট ডেলেভারিতে পুল শট মারতে গিয়ে মাথায় বল লাগে র‌্যান্ডালের। মাঠেই জ্ঞান হারান ডারেন। এরপরই তাঁকে অ্যালিস হাসপাতালে পাঠানো হয়। কিন্তু আর জ্ঞান ফেরেনি তাঁর। পরে ডাক্তাররা র‌্যান্ডালকে মৃত ঘোষণা করেন। ক মাস পরেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল।

Updated By: Oct 28, 2013, 12:31 PM IST

ক্রিকেট বলের আঘাতে মৃত্যু হল আরও এক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার ঘরোযা ক্রিকেটের প্রিমিয়ার লিগের এক ম্যাচে ড্যারেন র‌্যান্ডাল নামের এক ক্রিকেটারের মাথায় বল লাগে। ৩২ বছরের র‌্যান্ডাল ব্যাট করছিলেন। হঠাত্‍ই শর্ট ডেলেভারিতে পুল শট মারতে গিয়ে মাথায় বল লাগে র‌্যান্ডালের। মাঠেই জ্ঞান হারান ডারেন। এরপরই তাঁকে অ্যালিস হাসপাতালে পাঠানো হয়। কিন্তু আর জ্ঞান ফেরেনি তাঁর। পরে ডাক্তাররা র‌্যান্ডালকে মৃত ঘোষণা করেন। ক মাস পরেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল।

তাঁর নিজের রাজ্যের হয়ে চারটে ম্যাচ খেলেছেন র‌্যান্ডাল। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড র‌্যান্ডালের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে। টুইটারের মাধ্যমে বিভিন্ন দেশের ক্রিকেটাররা তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।
১৯৯৮ সালে মাথায় বল লেগে রামন লম্বার মৃত্যু ভারতীয়দের কাছে আজও ফিকে হয়ে যায়নি। র‌্যান্ডালের মৃত্যু সেই স্মৃতিটা আবার ফিরিয়ে দিল। (নিচে ছবিতে রামন লাম্বা)

.