গেইলের বলের সামনেও বিপদে দক্ষিণ আফ্রিকা

নাগপুরে ওয়েস্ট ইন্ডিজের সামনে বেশ খানিকটা মুখ থুবড়েই পড়ল দক্ষিণ আফ্রিকা। প্রতিযোগিতার শুরুতে যতই এবি ডিভিলয়ার্সদের ফেভারিট বলা হোক, বিশ্বকাপ যত এগোচ্ছে, প্রোটিওদের খানিকটা মলিনই লাগছে।

Updated By: Mar 25, 2016, 09:26 PM IST
 গেইলের বলের সামনেও বিপদে দক্ষিণ আফ্রিকা

ওয়েব ডেস্ক: নাগপুরে ওয়েস্ট ইন্ডিজের সামনে বেশ খানিকটা মুখ থুবড়েই পড়ল দক্ষিণ আফ্রিকা। প্রতিযোগিতার শুরুতে যতই এবি ডিভিলয়ার্সদের ফেভারিট বলা হোক, বিশ্বকাপ যত এগোচ্ছে, প্রোটিওদের খানিকটা মলিনই লাগছে।

নাগপুরে এদিন টস জেতে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ২০ ওভারের শেষে প্রোটিওদের রান দাঁড়ায় ৮ উইকেটে ১২২।দক্ষিণ আফ্রিকার হয়ে সবথেকে বেশি রান করেন ডিকক। তাঁর অবদান ৪৬ বলে ৪৭ রান। এবি ডিভলিয়ার্স করেন ১২ বলে ১০ রান। ২৬ বলে ২৮ রানের ইনিংস খেলেন ওয়াইজ। ডুপ্লিসিস করেন ৭ বলে ৯ রান। আমলা আউট হন ১ রান করেই। মিলারের অবদানও তাই। মরিসের অবদান ১৭ বলে অপরাজিত ১৬ রান।

বল হাতে ভেল্কি দেখান গেইল। ৩ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। রাসেল এবং ব্রাভোও ২ টো করে উইকেট পান।

.