ভারতীয় ক্রিকেটের কোচের তালিকায় একজনের নাম চাইলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট দলের কোচ কে হবেন, এই নিয়ে জোর জল্পনা। ভারতের প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর হয়ে ব্যাট ধরলেন সৌরভ গাঙ্গুলি। তাঁর সাফ কথা রবি ভারতের হয়ে দারুন কাজ করেছেন। তাঁর নাম থাকা উচিত কোচের তালিকায়। সামনের মাসেই কোচ ঠিক করতে বসার কথা বিসিসিআই-এর। ভারতের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন স্টিফেন ফ্লেমিং,ড্যানিয়েল ভোত্তোরি,টম মুডি ও শ্যেন ওয়ার্নে।
ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচ কে হবেন, এই নিয়ে জোর জল্পনা। ভারতের প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর হয়ে ব্যাট ধরলেন সৌরভ গাঙ্গুলি। তাঁর সাফ কথা রবি ভারতের হয়ে দারুন কাজ করেছেন। তাঁর নাম থাকা উচিত কোচের তালিকায়। সামনের মাসেই কোচ ঠিক করতে বসার কথা বিসিসিআই-এর। ভারতের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন স্টিফেন ফ্লেমিং,ড্যানিয়েল ভোত্তোরি,টম মুডি ও শ্যেন ওয়ার্নে।
ভারতের মাটিতে দ্বিতীয় দিনরাতের টেস্ট হতে চলেছে ইডেনে। সামনের বছর ভারত-অস্ট্রেলিয়া দিনরাতের টেস্টটি ইডেনে হওয়ার সম্ভবনা প্রবল। সিএবির সভাপতি সৌরভ গাঙ্গুলি ও যুগ্মসচিব অভিষেক ডালমিয়ার সঙ্গে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের কথাবার্তা অনেকটাই এগিয়েছে। সিএবি কর্তারা বেশ আশাবাদী ম্যাচটি পাওয়ার ব্যাপারে। এদিকে ভারত-নিউজিল্যান্ড প্রথম দিনরাতের টেস্টটি সম্ভবত পেতে চলেছে মুম্বই। এবছরের টি-টোয়েন্টি ফাইনাল চেয়েও পায়নি এমসিএ। এমনকী খরার কারনে এবছর আইপিএল ফাইনালও হয়নি মুম্বইতে। ফলে কলকাতা চাইলেও প্রথম দিনরাতের টেস্ট পাচ্ছে না।