Sourav Ganguly : হতশ্রী পারফরম্যান্সের পরেও রোহিতের পাশেই বিসিসিআই সভাপতি সৌরভ
Sourav Ganguly : গত বছরের মতো এ বারও পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ২৩ অক্টোবর মেলবোর্নের বাইশ গজের যুদ্ধে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তথ্য ও পরিসংখ্যান সত্য তুলে ধরে। তবে সব তথ্য ও পরিসংখ্যান সঠিক দিক দেখায় না। রোহিত শর্মা (Rohit Sharma) ও তাঁর টিম ইন্ডিয়ার (Team India) পারফরম্যান্স দেখলে সেটা দিনের আলোর মত স্পষ্ট হয়ে যাবে। তথ্য বলছে ৪০টি ম্যাচে রোহিতের নেতৃত্বে ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে জিতেছে ভারত। হার মাত্র নয় ম্যাচে। জয়ের শতকরা হার ৭৭.৫০। তবে সত্য বলছে অন্য কথা। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) পর থেকে এখনও পর্যন্ত রোহিতের ভারতীয় দল ঘরের মাঠে একাধিক ম্যাচ উইনার না থাকা নিউজিল্যান্ড (New Zealand), অপ্রস্তুত শ্রীলঙ্কা (Sri Lanka),ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়েছে। জিম্বাবোয়ে (Zimbabwe) ও ক্যারিবিয়ানদের বিরুদ্ধেও জিতেছিল ভারত। এই দলগুলোর বিরুদ্ধে জেতার পর তারকাখচিত ভারতীয় দলকে নিয়ে প্রত্যাশার পারদ চড়তে থাকে। কিন্তু এশিয়া কাপে কঠিন বিপক্ষের বিরুদ্ধে পড়তেই 'মেন ইন ব্লু' ব্রিগেডের আসল রূপ সামনে চলে এল।
যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কিন্তু রোহিতের পাশেই দাঁড়ালেন। কলকাতায় এসে একটি অনুষ্ঠানে এসে জি ২৪ ঘণ্টাকে মহারাজ বলেন, 'খেলায় তো হার-জিত থাকবেই। ভারতীয় দল শেষ তিন-চারটি ম্যাচ হেরেছে। কিন্তু এর আগে ভারতীয় দলের পারফরম্যান্স কিন্তু ভাল ছিল। রোহিতের হয়ে পরিসংখ্যান কথা বলছে। জয়ের শতকরা হার ৮২.০০ (যদিও তথ্য বলছে ৭৭.৫০)। তবে আমার মনে রাহুল ও রোহিত এই ইস্যু নিয়ে চিন্তিত ও ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। এবং দেখে নেবেন ফলাফল ভারতের পক্ষেই যাবে। আমি নিজেও ম্যাচ দেখতে যাব।'
আরও পড়ুন: Sourav Ganguly, Jhulan Goswami: বাবা চেয়েছিলেন মেয়ে খেলুন ক্রিকেট! সৌরভ খুশি হতেন সানা যদি ঝুলন হতেন
আরও পড়ুন: IPL 2023, Sourav Ganguly: হোম-অ্যাওয়ে ফরম্যাটেই ফের আইপিএল! কলকাতায় বড় ঘোষণা বিসিসিআই প্রধানের
এরপরেই সৌরভ ফের যোগ করেন, 'আসলে আমি একটা-দুটি হার নিয়ে খুব বেশি চিন্তিত নই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এশিয়া কাপে ভারত খেলেনি। সেটা নিয়ে রাহুল ও রোহিতের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। আশাকরি টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ঘুরে দাঁড়াবে।'
গত বছরের মতো এ বারও পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ২৩ অক্টোবর মেলবোর্নের বাইশ গজের যুদ্ধে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর আগে ১৭ অক্টোবর অস্ট্রেলিয়া (Australia) ও ১৯ অক্টোবর নিউজিল্যান্ডের (New Zealnad) বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তবে শোনা যাচ্ছে রাহুল নাকি বিসিসিআই-এর (BCCI) কর্তাদের কাছে আবেদন করছেন, ঋষভ পন্থ (Rishabh Pant) -জসপ্রীত বুমরাদের (Jasprit Bumrah) যেন আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করে দেওয়া হয়। সুত্র মারফত খবর অনুসারে ভারতীয় দল যাতে আরও তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে সেইজন্য বোর্ডের কাছে ইতিমধ্যেই আবেদন করেছেন তিনি।
সেটা মেনে নিলেন সৌরভ। তিনি ফের বলেন, 'ভারতীয় দল অনেক আগে অস্ট্রেলিয়া উড়ে যাবে। প্রায় দুই-আড়াই সপ্তাহ আগে চলে যাবে দল। সেখানে গিয়ে বিরাত-পন্থরা ট্রেনিং করবে। বিরাট এই দলের গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে বাকিদেরও পারফর্ম করতে হবে। তবেই বিশ্বকাপ জয় জেতা সম্ভব। কারণ এক-দুটি ক্রিকেটারকে দিয়ে বিশ্বকাপ জয় সম্ভব নয়।'