WATCH | Sourav Ganguly | KL Rahul: 'ভারতে রান করতে না পারলে...' রাহুলকে কড়া বার্তা সৌরভের

Sourav Ganguly Speaks Up On Out-Of-Form KL Rahul: হতশ্রী দশার মধ্যে দিয়ে যাচ্ছেন কেএল রাহুল। রান করতেই ভুলে গিয়েছেন ভারতের স্টার ওপেনার। ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হচ্ছেন তিনি। রাহুলের সমালোচনা করেই তাঁর পাশে থাকলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Updated By: Feb 27, 2023, 04:55 PM IST
 WATCH | Sourav Ganguly | KL Rahul: 'ভারতে রান করতে না পারলে...' রাহুলকে কড়া বার্তা সৌরভের
সৌরভ আছেন রাহুলের পাশেই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১ মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ৯ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। ইতিমধ্যেই বর্ডার-গাভাসকর (Border Gavaskar Trophy, BGT 2023) ট্রফি ভারতের ঝুলিতে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে রোহিত শর্মারা ২-০ এগিয়ে। দুরন্ত ছন্দে থাকা ভারতীয় দলের মাথাব্যথার একমাত্র কারণ একজনই। তিনি কেএল রাহুল (KL Rahul)। দলের স্টার ওপেনার শুধু নাগপুর বা দিল্লিতেই ওপেন করতে নেমে ব্যর্থ হননি। পরিসংখ্যান বলছে বিগত সাত ইনিংসে রাহুলের মোট রান ৯৫। টিম ম্য়ানেজমেন্ট যদিও সাফ বলে দিয়েছে যে, এরপরেও রাহুলের ওপরেই আস্থা থাকবে। তিনি থাকছেন। তবে রাহুলকে নিয়ে বড় বার্তা দিলেন ভারতের প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, 'ভারতে রান করতে না পারলে, আপত্তি উঠবেই। রাহুল একা নয়। অতীতে একাধিক ক্রিকেটারের সঙ্গে এমনটা হয়েছে। প্লেয়ারদের ওপর যেমন ফোকাস থাকে, তেমনই চাপও থাকে প্রচুর। টিম ম্য়ানেজমেন্ট মনে করে যে, ও দলের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার। দিনের শেষে কোচ এবং ক্যাপ্টেনই ঠিক করবে সেটা।' রাহুল পেসারদের পাশাপাশি স্পিনারদের বিরুদ্ধেও রান করতে পারছেন না। সৌরভের সংযোজন, 'এরকম পিচে রান করা কঠিন। কারণ একই সঙ্গে স্পিন হচ্ছে ও বাউন্স ধরছে। ফর্মে না থাকলে খেলা আরও কঠিন হয়ে যায়।' তবে সৌরভ আশাবাদী যে, রাহুল ফিরবেন ফর্মে। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'রাহুল পারফর্ম করেছে অতীতে। কিন্তু ভারতে একজন টপঅর্ডার ব্যাটারের থেকে প্রত্যাশা অনেক বেশি থাকে। কারণ মানটাই অনেক ওপরের দিকে। ব্যর্থ হলে সমালোচনা হবেই। আমি নিশ্চিত যে, রাহুলের মধ্যে সেই যোগ্যতা আছে ও আরও বেশি সুযোগ পেলে। রান করার রাস্তা খুঁজে নেবে। '

আরও পড়ুনRavi Shastri | KL Rahul: 'কোনও প্রয়োজন নেই দলে, সরিয়ে দাও একদম'! ঠোঁটকাটা শাস্ত্রীর সাফ কথা

রাহুল পরের পর হতশ্রী পারফরম্যান্স করেও খেলে যাচ্ছেন। অথচ ডাগআউট দারুণ ফর্মে থাকা শুভমান গিল। গিলকে খেলানো না নিয়েও কথা হচ্ছে প্রচুর। এই প্রসঙ্গে সৌরভের সংযোজন, 'আমি নিশ্চিত ওর সময় আসবে। ও প্রচুর সুযোগ পাবে। আমার মনে হয় নির্বাচক, অধিনায়ক ও কোচ ওর ব্যাপারে ভাবে। ওকে অনেক ওপরের দিকেই রাখে। সেজন্যই গিল ওয়ানডে ও টি-২০ খেলছে দেশের হয়ে। ভালো পারফর্মও করেছে। কিন্তু এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট ওকে একটাই বার্তা দিচ্ছে, সেটা হল ওকে অপেক্ষা করতে হবে। '

 
এক নজরে ভারতের বাকি দুই টেস্টের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব।
 
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.