জোহরি বিতর্কে বিসিসিআই-কে ‘পত্রাঘাত’ সৌরভের
সিইও রাহুল জোহরি নিয়ে বিতর্কে আদালত নিযুক্ত বিসিসিআইয়ের প্রশাসক কমিটির ভূমিকায় মোটেই খুশি নন সৌরভ।
নিজস্ব প্রতিবেদন: বিসিসিআই-এর সিইও পদ থেকে রাহুল জোহরির অপসারণের দাবি তুলেছে ৬০টি রাজ্য ক্রিকেট সংস্থা। এ বার সরব হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, সিএবি প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই-এর সিইও রাহুল জোহরির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ বা #MeToo বিতর্ক প্রসঙ্গে সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত (সিওএ) কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স-এর সদস্যদের সতর্ক করতে চিঠি পাঠালেন সৌরভ।
যৌন হেনস্তার অভিযোগে মিট টু (#MeToo) আন্দোলনে এখন তোলপাড় গোটা দেশ। সেই বিতর্কে এ বার নাম জড়িয়েছে বিসিসিআই কর্তারও। রাহুল জোহরির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ডিসকভারি চ্যানেলে কাজ করার সময়ে এক মহিলার সঙ্গে জঘন্য আচরণ করেন বিসিসিআই-এর সিইও। আর এই অভিযোগ ঘিরেই তোলপাড় গোটা দেশের ক্রিকেট মহল।
রাহুল জোহরির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের তদন্ত করার জন্য গত ২৫ অক্টোবর তিন সদস্যের একটি কমিটি গঠন করে সিওএ। জানা গিয়েছে, রাহুল জোহরিকে অবিলম্বে বরখাস্ত করার দাবি তুলেছেন এই কমিটির সদস্য ডায়ানা এডুলজি। এ দিকে জোহরিকে বরখাস্ত করার বিরুদ্ধে মত দিয়েছেন প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই।
Former cricketer and Cricket Association of Bengal (CAB) President Sourav Ganguly writes to BCCI Acting President CK Khanna, Secretary Amitabh Chaudhary and Treasurer Anirudh Chaudhry over Committee of Administrators (CoA) and sexual harassment allegations against Rahul Johri. pic.twitter.com/iAh8o7ECXz
— ANI (@ANI) October 30, 2018
সিওএ-র সদস্যদের মধ্যে তৈরি হওয়া এই মতান্তরের প্রেক্ষিতে সৌরভ বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সিকে খান্না আর কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী এবং সচিব অমিতাভ চৌধুরীকে লেখা চিঠিতে লেখেন, বিসিসিআই-এর সিইও রাহুল জোহরির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত (সিওএ) কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স-এর সদস্যদের মধ্যে যে ভাবে মতান্তর তৈরি হচ্ছে, তাতে ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সৌরভের মত, কোটি কোটি ক্রিকেট অনুরাগীর মনে বিসিসিআই এবং ক্রিকেটারদের প্রতি যে সম্মান, যে আস্থা রয়েছে, তা নষ্ট হতে পারে। সিইও রাহুল জোহরি নিয়ে বিতর্কে আদালত নিযুক্ত বিসিসিআইয়ের প্রশাসক কমিটির ভূমিকায় মোটেই খুশি নন সৌরভ। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত প্রশাসক কমিটির এই মতান্তর যে ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য মোটেই ভাল বিজ্ঞাপন নয়, তা এই চিঠিতে স্পষ্ট করে দেন সিএবি সভাপতি। এই চিঠিতে কার্যত বিসিসিআই সিইও রাহুল জোহরির অপসারণ দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।